Chingrighata Traffic : চলবে মেট্রোর পিলার তৈরির কাজ, চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ, কোথা দিয়ে যেতে পারবে গাড়ি?
এর জেরে বেশ কিছু বিকল্প রুটের পরিকল্পনা করা হয়েছে, যেখান দিয়ে ঘোরানো হবে গাড়ি।
সঞ্চয়ন মিত্র, কলকাতা : মেট্রো রেলের ( Metro Rail ) পিলার তৈরির কাজের জন্য চিংড়িঘাটায় ( Chingrighata ) যান নিয়ন্ত্রণ করা হচ্ছে। রাস্তার মাঝের কিছুটা অংশ ঘিরে দেওয়া হয়েছে মেট্রো রেলের পিলার তৈরির কাজ শুরু হওয়ার জন্য । এর জেরে বেশ কিছু বিকল্প রুটের পরিকল্পনা করা হয়েছে, যেখান দিয়ে ঘোরানো হবে গাড়ি।
কোন কোন রাস্তা দিয়ে ঘোরানো হচ্ছে গাড়ি
চিংড়িঘাটা দিয়ে যাঁরা যাতায়াত করেন, তাঁদের কিছুটা হয়রানি হতে পারে। জেনে রাখতে হবে বিকল্প রুট। জানা গেছে, চিংড়িঘাটা মোড় থেকে বেলেঘাটার দিকে যাওয়ার জন্য যানবাহনগুলি শুধুমাত্র ক্য়ানেল সাউথ রোডে ঢুকতে পারবে। ফিরতি পথে ইএম বাইপাসের দিকে যাওয়ার জন্য চাউলপট্টি রোড দিয়ে আসতে হবে। ফলে, অফিস-টাইমে কিছুটা সমস্য়ায় পড়তে পারেন নিত্যযাত্রীরা। তাই কিছুটা সময় হাতে নিয়েই বের হতে হবে।
রাজারহাট-নিউটাউন-সল্টলেক যাওয়ার জন্য চিংড়িঘাটা মোড় পের হতেই হয় বেশিরভাগ রুটের যাত্রীদের। তাদের জন্য কিছুটা হয়রানি পোহাতে হবে।
এপ্রিল মাসে চিংড়িঘাটা উড়ালপুলের একদিকের রাস্তায় ধস নামে। তৈরি হয় বড়বড় গর্ত! পাশ দিয়েই ধীরগতিতে যান চলাচল করে সেইসময়। আর তার জেরে যানজট তৈরি হয় এই অঞ্চলে। সল্টলেকের সুকান্তনগরে, চিংড়িঘাটা উড়ালপুল থেকে নামার ঠিক মুখেই, সেক্টর ফাইভগামী রাস্তায় দেখা যায় বড় গর্ত। বিধাননগর পুলিশ কমিশনারেট সূত্রে জানা যায়,
নিউ গড়িয়া-এয়ারপোর্ট মেট্রোর কাজের জন্যই এই বিপত্তি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়ে দ্রুত ব্যবস্থা নিতে বলা হয়।
২০১৮ সালের ৪ সেপ্টেম্বর মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর শহরের ব্রিজ এবং উড়ালপুলগুলির স্বাস্থ্য পরীক্ষার জন্য ব্রিজ বিশেষজ্ঞ কমিটি গঠন করে রাজ্য সরকার। KMDA-র কাছে রিপোর্ট দিয়ে তারা জানায়, চিংড়িঘাটা উড়ালপুলের নকশায় গলদ রয়েছে। যে কোনও দিন দুর্ঘটনার আশঙ্কাও রয়েছে। তখনই ওই উড়ালপুল ভেঙে নতুন করে তৈরি করার পরামর্শ দেয় বিশেষজ্ঞ কমিটি। এই বিষয় নিয়ে কলকাতা মেট্রো কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
এখন মেট্রো রেলের পিলার তৈরির কাজের জন্য চিংড়িঘাটায় যান নিয়ন্ত্রণ করা শুরু হল। তার জেরে রাস্তার খানিকটা অংশ ঘিরে দেওয়া হয়েছে। এর জেরে কিছুটা যাত্রী হয়রানি হতে পারে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন :