Bidhannagar Municipal Election Result 2022: ‘চেয়ারে যে-ই বসুন, মমতাই মেয়র’, বিধাননগরে জয়ী হয়ে বললেন সব্যসাচী
Bidhannagar Municipal Election Result 2022:
কলকাতা: দলে প্রত্যাবর্তন ঘটেছিল আগেই। রাজ্য রাজনীতিতেও এ বার সঠিক অর্থেই নিজের জায়গায় ফিরলেন সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta)। তৃণমূলের (TMC) হয়ে বিধাননগর পৌরসভায় (Bidhannagar Municipal Election 2022) জয়ী হলেন তিনি। ৩১ নম্বর ওয়ার্ড থেকে ৪ হাজার ৬৪৪ ভোটে জয়ী হয়েছেন সব্যসাচী। তবে মেয়র হওয়ার প্রশ্নে এখনই মুখ খুলতে নারাজ সব্যসাচী। তাঁর কথায়, মমতা বন্দ্যোপাধ্যায়ই (Mamata Banerjee) মেয়র ঠিক করবেন।
সোমবার গণনা শুরু হওয়ার পর থেকেই এগিয়ে ছিলেন সব্যসাচী। সকাল সাড়ে ১০টায় তাঁর জয় নিশ্চিত হয়ে যায়। তার পর এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে সব্যসাচী বলেন, ‘‘বিধাননগর পৌরনিগমের সকল আবাসিককে এই জয় উৎসর্গ করছি। এই জয়ের কারিগর মমতা।’’
বিধাননগরের নির্বাচনে ব্যাপক ভোটলুঠ এবং বহিরাগত আনিয়ে ভোটের অভিযোগ করেছেন বিরোধীরা। সে নিয়ে প্রশ্ন করলে সব্যসাচী বলেন, ‘‘সংবাদমাধ্যমের দৌলতেই বিরোধীরা বেঁচে রয়েছেন। বেঁচে থাকুন, সুখে থাকুন, ভাল থাকুন। সংগঠনের প্রতি নজর দিন।’’
আরও পড়ুন: Asansol Municipal Poll Result 2022: EVM বাক্স খোলার আগেই সেলিব্রেশনে মাতলেন TMC কর্মী-সমর্থকরা
কিন্তু সব্যসাচী জয়ী হলেও, বিধাননগরের মেয়র কে হবেন, তা নিয়ে জল্পনা চলছে জোড়াফুল শিবিরে। সব্যসাচী বিজেপি-তে যাওয়ার পর সেখানকার নিয়ন্ত্রণ সামলেছিলেন কৃষ্ণা চক্রবর্তী। এখন আবার সব্যসাচী ফিরে আসায় মেয়রের দায়িত্ব তাঁর হাতে উঠবে কি না জল্পনা শুরু হয়েছে।
কিন্তু এ নিয়ে মাথা ঘামাতে নারাজ সব্যসাচী। তাঁর কথায়, ‘‘মেয়র কে হবেন, তা ঠিক করবেন মমতাদি। চেয়ারে যে-ই বসুন, মমতাদিই মেয়র।’’ আপাতত বিধাননগরে কাজ করাতেই মন দিতে চাইছেন সব্যসাচী। জানিয়েছেন, মমতার চিন্তাভাবনা রূপায়ণেই মনোনিবেশ করতে চান তিনি।
উল্লেখ্য, ভোটগণনার সকালে একই কথা শোনা গিয়েছে কৃষ্ণা চক্রবর্তীর মুখেও। মমতাই মেয়র ঠিক করবেন বলে জানিয়েছেন তিনি। তিনি জানিয়েছেন, চল্লিশ বছর ধরে রাজীনতি করছেন। দলকে ভালবাসেন। মমতাকে ভালবাসেন। তাই তাঁর সিদ্ধান্তই শিরোধার্য করবেন।