Weather Update : কলকাতার বিভিন্ন অংশে এখনও জল জমে, এরই মধ্যে চোখ রাঙাচ্ছে আরেক দুর্যোগ
কলকাতার বিভিন্ন প্রান্তে অব্যাহত জল যন্ত্রণা। এরই মধ্যে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
সঞ্চয়ন মিত্র, হিন্দোল দে ও সুমন ঘড়াই, কলকাতা : বৃষ্টি কমলেও, কলকাতার বিভিন্ন প্রান্তে অব্যাহত জল যন্ত্রণা। জুতো হাতে, ইউনিফর্ম পরে ডিউটিতে যেতে দেখা গেছে একাধিক পুলিশ কর্মীকে। ভরসা বলতে, স্পিড বোট। তবে তা সংখ্যায় কম থাকায় কোমর-সমান জল ঠেলেই চলছে যাতায়াত। প্রতিবারের মতো এবারও জলে ভাসছে আলিপুর বডিগার্ড লাইন্স। কোথাও আবার খাল-বিল, রাস্তা মিলেমিশে একাকার। বৃষ্টি কমলেও, এখনও জলমগ্ন মুকুন্দপুরের একাংশ। পূর্ব যাদবপুর থানা চত্বরেও জল জমে যায়।
এদিকে এক দুর্যোগ কাটতে পারল না, এরইমধ্যে চোখ রাঙাচ্ছে আরেক দুর্যোগ। আবহাওয়া দফতর সূত্রে খবর, শুক্রবার ফের ঘনাচ্ছে নিম্নচাপ। তার জেরে সপ্তাহান্তে ফের বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।
আরও পড়ুন ; দমদমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু, টিউশনে যাওয়ার সময় দুর্ঘটনা
আলিপুর দফতর সূত্রের খবর, বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টির পরিমাণ কমবে। কিন্তু, আজ পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। যা ক্রমশ এগোবে ওড়িশার দিকে । যার প্রভাবে শনিবার পশ্চিমবঙ্গের উপকূল ভাগে হাল্কা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রবি ও সোমবার বাড়তে পারে বৃষ্টির পরিমাণ।
আরও পড়ুন ; খড়দার পর দমদম, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ২ কিশোরীর মৃত্যু
এদিকে দুর্যোগ পরিস্থিতি নিয়ে বুধবার একাধিক জেলার জেলাশাসকের সঙ্গে বৈঠক করেন মুখ্যসচিব। আগামী সপ্তাহে কলকাতা ও মুর্শিদাবাদে ভোট। প্রাকৃতিক দুর্যোগের জেরে যাতে নির্বাচন প্রক্রিয়ায় কোনও ব্যাঘাত না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়াও দুর্যোগ কবলিত এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তৈরি থাকতে বলা হয়েছে স্থানীয় প্রশাসককে। পর্যাপ্ত ত্রাণ সামগ্রী মজুত ও ত্রাণ শিবির প্রস্তুত রাখতে বলা হয়েছে। যে সব জায়গায় বাঁধ ক্ষতিগ্রস্ত, সেসব জায়গায় বাঁধ দ্রুত মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে তৈরি থাকতে বলা হয়েছে এনডিআরএফ-কেও।