Accident News : মর্মান্তিক দুর্ঘটনা ৩ জেলায়, কালীপুজোয় প্রাণ গেল ৬ জনের
District News : গভীর রাতের মর্মান্তিক দুর্ঘটনায় উত্তর ২৪ পরগনায় ৩ জন, হাওড়ায় ২ জন ও সোমবার সকালে কলকাতায় ১ জনের মৃত্যু হয়েছে।
ব্রতদীপ ভট্টাচার্য, সমীরণ পাল ও সুনীত হালদার : আলোর রোশনাই বদলে গেল নিকষ কালো অন্ধকারে। কালীপুজোর গভীর রাত থেকে পরের দিন সকাল পর্যন্ত রাজ্যের ৩ জেলায় ঘটেছে মর্মান্তিক দুর্ঘটনা। আর যে ৩ টি দুর্ঘটনার জেরে মোট ৬ জনের মৃত্যু হয়েছে। গভীর রাতের মর্মান্তিক দুর্ঘটনায় উত্তর ২৪ পরগনায় ৩ জন, হাওড়ায় ২ জন ও সোমবার সকালে কলকাতায় ১ জনের মৃত্যু হয়েছে।
কালীপুজোর পরের দিন কলকাতার (Kolkata Accident) বেলগাছিয়ায় গাড়ির ধাক্কায় মৃত্যু হয় এক দোকানদারের। সকাল সাড়ে ৭টা নাগাদ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে খবর, লার্নার বোর্ড টাঙানো গাড়ি পরেশনাথ মন্দিরের দিক থেকে ইউ টার্ন নিয়ে আরজি কর হাসপাতালের দিকে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে বেলগাছিয়া মোড়ে দোকানে ঢুকে যায় গাড়ি। ঘটনাস্থলেই মৃত্যু হয় দোকানদারের। গাড়ির চালককে আটক করেছে উল্টোডাঙা থানার পুলিশ। প্রতিবাদে রাস্তা আটকে কিছুক্ষণ বিক্ষোভ দেখান স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দেয়।
এদিকে, কালীপুজোর রাতে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas Accident) গোপালনগরে পুলিশ আধিকারিকের গাড়ির ধাক্কায় মৃত্যু হয় ৩ বাইক আরোহীর। মৃত তন্ময় কীর্তনিয়া, সুজিত হালদার ও অমিত মাঝি গোপালনগরের পাঁচপোতা গ্রামের বাসিন্দা। গতকাল রাত ৮টা নাগাদ গোপালনগর-সিন্দ্রাণী রোডে চারাতলা এলাকায় দুর্ঘটনা ঘটে। গাড়িতে বাগদার নাটাবেড়িয়া থেকে বনগাঁর দিকে যাচ্ছিলেন বনগাঁ মহিলা থানার IC অপরাজিতা বন্দ্যোপাধ্যায়। পুলিশের দাবি দাবি, উল্টোদিক থেকে আসা মোটরবাইক সজোরে IC-র গাড়িতে ধাক্কা মারে। দুর্ঘটনায় আহত হন পুলিশ অফিসার ও তাঁর গাড়ি চালক। দু’জনেই হাসপাতালে ভর্তি। তিন বাইক আরোহী মত্ত অবস্থায় ছিলেন বলে পুলিশের দাবি। এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি বনগাঁ উত্তরের বিজেপি বিধায়ক অশোক কীর্তনিয়া।
কালীপুজোর (Kalipuja 2023) রাতে হাওড়ার উলুবেড়িয়ায় জাতীয় সড়কের ওপর গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয় দুই বাইক আরোহীর। রাত সাড়ে ১২টা নাগাদ দুর্ঘটনা ঘটে। উলুবেড়িয়া চেক পোস্টের কাছে ১৬ নম্বর জাতীয় সড়কে কলকাতাগামী গাড়ির সঙ্গে উল্টোদিক থেকে আসা মোটরবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর। পুলিশের দাবি, ট্রাফিক আইন ভেঙে কলকাতামুখী লেন দিয়ে বাগনানের দিকে যাচ্ছিলেন দুই যুবক। তাঁদের মাথায় হেলমেট ছিল না। মৃত ২ জনই সাঁকরাইল থানার সারেঙ্গার বাসিন্দা। অন্য়দিকে এয়ার ব্যাগ খুলে যাওয়ায় প্রাণে বেঁচে যান গাড়ির তিন সওয়ারি।