WB Assembly By Election 2024: হরিচাঁদ-গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে দিলেন পুজো, নমিনেশন জমা TMC প্রার্থী মধুপর্ণার..
Bagda TMC Candidate Madhuparna On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়ে নমিনেশন জমা দিয়ে কী বার্তা তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুরের ?
সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: নমিনেশন জমা দিলেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর। বাগদা বিধানসভা উপ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মতুয়া বাড়ি মেয়ে মধুপর্ণা ঠাকুর। বুধবার বনগাঁ মহকুমা শাসকের কাছে নমিনেশন জমা দেন তিনি।
মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল প্রার্থী মধুপর্ণা ঠাকুর
এদিন বনগাঁ জেলা তৃণমূল কংগ্রেসের কার্যলয় থেকে মিছিল করে নমিনেশন জমা দিতে আসেন তিনি। মিছলে ছিলেন জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী, জেলা সভাপতি বিশ্বজিৎ দাস, রাজ্যসভার সংসদ মমতা ঠাকুর, দলিও নেতা কর্মী সহ মতুয়া ভক্তরা । নমিনেশন জমা দিতে প্রবেশের আগে মধুপর্ণা সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে বাগদার মানুষের জন্য কাজ করার সুযোগ করে দেওয়ার জন্য তাঁকে ধন্যবাদ। এখন আমাদের লক্ষ্য এই কেন্দ্র মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দেওয়া। তবে বাগদার বিজেপি দ্বন্দ্ব নিয়ে তাঁর কোনও ভ্রুক্ষেপ নেই।
'স্থানীয় বিজেপি নেতৃত্ব যদি মধুপর্ণার সঙ্গে কথা বলতে চাইলে আমরা প্রস্তুত'
জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী বলেন, বিজেপি দলে কোনও কন্ট্রোল নেই। রাজ্যে বিজেপিতে যে ঢেউ চলছে সেই হাওয়া বাগদাতেও লেগেছে। স্থানীয় বিজেপি নেতৃত্ব এবং কর্মীরা যদি মধুপর্ণার সঙ্গে কথা বলতে চায়, আমাদের প্রার্থী, দল এবং আমরা সেক্ষেত্রে প্রস্তুত আছি। তাঁর বিশ্বাস এই কেন্দ্রে তাঁরা জয়ী হবে।
হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে নমিনেশন জমা
ঠাকুরবাড়ির দুই পরিবারের দ্বন্দ্বে তালা বন্ধ মতুয়া ধর্মের বড়মা বীণাপাণি ঠাকুরের ঘর। এই ঘরে নিজের অধিকার ফিরে পেতে অনশন করেছিলেন মধুপর্ণা। এদিন নমিনেশন জমা দিতে আসার আগে মধুপর্ণা ঠাকুর এবং মমতা ঠাকুর বীণাপাণি ঠাকুরের সেই তালা বন্ধ ঘরের বাইরে প্রণাম করেন। পরবর্তীতে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের মন্দিরে পুজো দিয়ে নমিনেশন জমা দিতে আসেন। এবিষয়ে মমতা ঠাকুর বলেন, 'আমার থেকেও আমার শাশুড়ি আমার বাচ্চাদের হাজার গুণ ভালোবাসতেন। আজ এত বড় দিনে তাঁর পায়ে একটা প্রণাম করতে পারল না। এটা আমাদের কাছে বড় বেদনার। আজ ঠাকুর তার নাতনিকে আশীর্বাদ করবেন মানুষের কাজ করার জন্য।'
আরও পড়ুন, মজুত জল-খাবার শেষ, সিকিম বেড়াতে গিয়ে ধস নামায় আটকে ৩৪ জন ছাত্রছাত্রী-শিশু-সহ শিক্ষক
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।