এক্সপ্লোর
Advertisement
WB Corona Cases: রাজ্যে কমল করোনা সংক্রমিতের সংখ্যা, একদিনে নতুন করে আক্রান্ত ৪৫১
এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। গতকাল করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১০ জন।
কলকাতা: দশমীতে সুখবর, রাজ্যে একলাফে অনেকটাই কমল করোনার দৈনিক সংক্রমণ। শুক্রবার প্রকাশিত বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমিত হয়েছেন ৪৫১ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৭৯,৪৬৩ জন। গতকাল আক্রান্ত হয়েছিলেন ৫৩০ জন।
এই সময়পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ৮ জনের। গতকাল করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছিলেন ১০ জন। আজকের হিসেবে সব মিলিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮,৯৫৩ জন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৫০৬ জন। সবমিলিয়ে রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫, ৫২, ৯৯২ জন।
তবে উৎসবের মরসুমে কলকাতায় বাড়ল করোনার দৈনিক সংক্রমণ। বাড়ল মৃত্যুও। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, নবমীতে কলকাতায় করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০২। দশমীতে তা বেড়ে হয়েছে ১২৭। একদিনে মৃত্যু হয়েছে ৩ জনের। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
অন্যদিকে দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৭ মাসে সর্বনিম্ন, তবে বাড়ল দৈনিক মৃত্যু। কমল দৈনিক সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৩৭৯ জনের মৃত্যু হয়েছে। একদিনে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৮৬২ জন। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫১ হাজার ৮১৪ জনের।
মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৩৭ হাজার ৫৯২। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩ হাজার ৬৭৮। যা গত ৭ মাসে সর্বনিম্ন। এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৩ লক্ষ ৮২ হাজার ১০০ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৩৯১ জন। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪৮ লক্ষ ৮১ হাজার ১৯৭ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৩ কোটি ৯৫ লক্ষ ৭৩ হাজার ২০৭।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement