WB Corona Cases: রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত ৬২০, মৃত্যু ১০ জনের
রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৬২০ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিত হলেন ১৬,১৯,২৫৭ জন।
কলকাতা: গতকাল রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ (Corona) ছিল ৬২১। আজ ৬২০। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের (West bengal department of Health) প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় রাজ্যে নতুন করে করোনা সংক্রমিত হয়েছে ৬২০ জন। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিত (Corona affected) হলেন ১৬,১৯,২৫৭ জন। আজ রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭৬৩৯ জন। গতকালের তুলনায় ১৭ জন কম।
এই সময় পর্বে রাজ্যে (West Bengal) করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত রাজ্যে করোনা সংক্রমিত (Corona affected) হয়ে প্রাণ হারিয়েছেন মোট ১৯,৫৪৪ জন। গতকাল রাজ্যে প্রাণ হারিয়েছিলেন ১১ জন। পাশাপাশি আজ রাজ্যে করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ৬২৭ জন। আজ রাজ্যে সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
অন্যদিকে দেশে ফের ঊর্ধ্বমুখী করোনা-গ্রাফ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৮৯৫ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৮ হাজার ৬০৩। বিহার ও কেরল মৃত্যু সংক্রান্ত তথ্য পরিমার্জন করায়, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে ২ হাজার ৭৯৬। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৪১৫। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৭৩ হাজার ৩২৬ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৬ লক্ষ ৩৩ হাজার ২৫৫। বিশ্বে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫২ লক্ষ ৪৮ হাজার ৪৯২ জনের। মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৫৩ লক্ষ ৩১ হাজার ৪৫৩।