WB Corona Cases: রাজ্যে ফের বাড়ল করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ৬৯০
WB Corona Cases: সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। রবিবার সেখানে সংখ্যাটা ছিল ৬২৪।
কলকাতাঃ উৎসব পরবর্তী সময়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। গতকালই ফের ছয়শোর গণ্ডি পেরিয়েছিল দৈনিক সংক্রমণ সংখ্যা। সোমবার সংখ্যাটা আরও বেড়ে গেল। সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। রবিবার সেখানে সংখ্যাটা ছিল ৬২৪। এ নিয়ে রাজ্যে সবমিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৮১,২২০ জন। সোমবার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৪১৬ জন। গতকালের তুলনায় ৫ জন কম।
সোমবার করোনায় রাজ্যে প্রাণ হারিয়েছেন ১২ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ১৪ জন। এছাড়া এদিন মোট ৬৮৩ জন সুস্থ হয়ে ঘোরে ফিরেছেন। পুজোর পরই কলকাতায় লাফিয়ে বাড়ছে করোনা সংক্রমণ। ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৯৪ জন। গতকাল কলকাতায় আক্রান্তের সংখ্যা ছিল ১৭৯ জন। গোটা রাজ্যে ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৭০০ ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে আরও ১২ জনের। উত্তর ২৪ পরগনাতেও ২৪ ঘণ্টায় আক্রান্ত শতাধিক।
করোনা আক্রান্তের খোঁজে র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় জোর। কেন্দ্রের থেকে ৩০,০০০ র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার কিট এল রাজ্যে। ১২ হাজার কিট পাঠানো হচ্ছে হুগলিতে, ৮ হাজার উত্তর ২৪ পরগনায়। ৭ হাজার কিট পাঠানো হচ্ছে দক্ষিণ ২৪ পরগনায়, ৩ হাজার হাওড়ায়।