WB Corona Cases: রাজ্যে কমল করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু, একদিনে আক্রান্ত ৭৭৬ জন
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৮,৮৯৪ জন।
গতকাল রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ৭৮৪। আজ সংখ্যাটা সামান্য কমে হল ৭৭৬ জন। শনিবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা সংক্রমিত হয়েছেন ৭৭৬ জন। এ নিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৭৫,৫৭৭ জন। শনিবার রাজ্যে করোনার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭, ৬৩৪। গতকালের তুলনায় ৯ জন বেশি।
এই সময় পর্বে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু হয়েছে ১২ জনের। এ নিয়ে রাজ্যে করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা ১৮,৮৯৪ জন। রাজ্যের স্বাস্থ্য দফতর প্রকাশিত বুলেটিন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭৫৫ জন। সবমিলিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন মোট ১৫,৪৯,০৪৯ জন। আজও সুস্থতার হার ৯৮.৩২ শতাংশ।
আজ চতুর্থী। প্রতিপদ থেকেই উত্সবের মেজাজে শহর। কোথাও সাবেকিয়ানা, কোথাও থিমের বাহার। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, আলো ঝলমলে মণ্ডপে প্রতিমা দর্শন। এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। বিভিন্ন মণ্ডপে উপচে পড়া ভিড়। সতর্ক পুলিশ প্রশাসন। যানজট ও ভিড় মোকাবিলায় রাস্তায় থাকছে অতিরিক্ত পুলিশ। তবে চিকিত্সকরা সচেতন থাকতে বলছেন, যাতে করোনা আবহে পুজোর উচ্ছ্বাস আরও বড় বিপদ ডেকে না আনে।
এদিকে উত্সবের মরশুমে করোনায় ফের কমল দৈনিক মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শনিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ৭৪০ জন। একদিনে মৃত্যু হয়েছে ২৪৮ জনের। দেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫০ হাজার ৩৭৫ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩৯ লক্ষ ৩৫ হাজার ৩০৯। অ্যাক্টিভ কেসের সংখ্যা ২ লক্ষ ৩৬ হাজার ৬৪৩। যা গত ৭ মাসে সর্বনিম্ন। এরইমধ্যে দেশে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩২ লক্ষ ৪৮ হাজার ২৯১ জন। একদিনে সুস্থ হয়েছেন ২৩ হাজার ৭০ জন।
আরও পড়ুন: Durga Puja 2021: চতুর্থীতে বেলেঘাটার পুজোয় নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে স্মরণ শুভেন্দুর