WB Election 2021: বিজেপিতে যোগের জল্পনা ওড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়
বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। যদিও, ট্যুইট করে সেই জল্পনা খারিজ করে দিয়েছেন অভিনেতা।
কলকাতা: বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা ওড়ালেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তাঁর বিজেপিতে যোগ দেওয়ার জল্পনা শুরু হয়। যদিও, ট্যুইট করে সেই জল্পনা খারিজ করে দিয়েছেন অভিনেতা।
মঙ্গলবার মুম্বইয়ে মিঠুন চক্রবর্তীর বাড়িতে মোহন ভাগবত ৷ আর সেদিন রাতেই অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে হাজির বিজেপি নেতা অনির্বাণ গঙ্গোপাধ্যায়। বেশ কিছুক্ষণ দু’জনের মধ্যে কথা হয়। প্রসেনজিতের হাতে অমিত শাহ, অ্যান্ড দ্য মার্চ অফ বিজেপি....নামক একটি বই তুলে দেন অনির্বাণ। টালিগঞ্জে এখন অভিনেতা থেকে নেতা হওয়ার হিড়িক ৷ তাই প্রসেনজিতের বাড়িতে বিজেপি নেতার যাওয়া ঘিরেও জল্পনা তৈরি হয়। এরপর ট্যুইট করে প্রসেনজিৎ বলেন, বাঙালি হিসেবে অতিথিকে স্বাগত জানানো আমাদের সংস্কৃতি। অতীতেও বিভিন্ন ক্ষেত্র ও পেশার মানুষের সঙ্গে দেখা করেছি। আমি অন্যের মতকে গুরুত্ব দিই। আমারও নিজস্ব মতামত আছে। অনির্বাণের সঙ্গে সাক্ষাত নিয়ে কোনও রাজনৈতিক জল্পনা নেই। আমি আমার কাজ, অভিনয়েই নজর দিতে চাই।
এরইমধ্যে বুধবার বিজেপিতে যোগ দেন অভিনেতা যশ দাশগুপ্ত ৷ যিনি অভিনেত্রী তথা তৃণমূল সাংসদ নুসরত জাহানের ঘনিষ্ঠ বন্ধু বলে পরিচিত ৷ আর যশ যখন বিজেপিতে যোগ দিচ্ছেন, তখন ট্যুইট করে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে কড়া আক্রমণ করেন নুসরত। বুধবার দুপুরে দিলীপ একটি ট্যুইট করেন। সেখানে তিনি লেখেন, ‘তৃণমূলের লোকেরা বলে, তাদের নেত্রী মহিলা বলে তাঁকে আক্রমণ করা হয়। কিন্তু আপনারাই বলুন, এক জন মহিলা হয়ে আরেক জন মহিলার চরিত্রের দিকে আঙুল তুলতে পারেন কী করে?
বিজেপির রাজ্য সভাপতির এই টুইটটি পোস্ট করে তাঁরই পুরনো একটি মন্তব্যের উল্লেখ করে নুসরত তীব্র ভর্ৎসনা করেন। লেখেন ‘প্রতিবাদ করলে মহিলাদের এ ভাবেই চরিত্রহনন করা হয়’। মন্তব্যের শেষে নুসরত লেখেন, ‘আবারও লজ্জাজনক মন্তব্য’।