West Bengal Madrasa Board: চলতি বছরের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ
করোনা আবহে বাতিল হওয়া ২০২১ সালের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা ফল মূল্যায়নের ভিত্তিতে প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এদিন দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে।
রঞ্জিত সাউ, কলকাতা: করোনা আবহে বাতিল হয়েছিল ২০২১ সালের হাই মাদ্রাসা, আলিম ও ফাজিল পরীক্ষা। এবার মূল্যায়নের ভিত্তিতে তিনটি পরীক্ষার ফল প্রকাশ করল পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ। এদিন দুপুর ১২টা থেকে ওয়েবসাইটে ফল দেখা যাচ্ছে। এই পরীক্ষায় মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭৪২৬৭ জন। পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছিল ২৪৭৭৩ জন এবং ছাত্রী ৪৯৪৯৪ জন। দুপুর ১টা থেকে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে রেজাল্ট দেওয়া হবে। হাই মাদ্রাসাতে মোট পরীক্ষার্থী সংখ্যা ৫৬৫০৭ জন। তাদের মধ্যে ছাত্র ১৬৫৭৬ জন এবং ছাত্রী ৩৯৯৩১ জন। এই পরীক্ষায় ১০০% পাশ করেছে। হাই মাদ্রাসায় ৮০০ নম্বরের মধ্যে ৭৯৭ সর্বোচ্চ নম্বর হয়েছে। তবে সিসি কম্পার্মেন্টালে পরীক্ষার্থী ছিল ৩৭৪৩জন তাদের মধ্যে পাশ করেছেন ৩৭৩৭ জন। আলিম পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিলেন ১২১৮৬ জন যাদের মধ্যে ছাত্র ৫৪১১ এবং ছাত্রী ছিল ৬৭৭৫। তাদের মধ্যে ১০০% পাশ করেছে। যেখানে ৯০০ মোট নম্বরের মধ্যে সর্বোচ্চ নম্বর ৮৯৬ হয়েছে। ফাজিল পরীক্ষার ক্ষেত্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৫৭৪ জন। তাদের মধ্যে ছাত্র ২৭৮৬ জন এবং ছাত্রী ২৭৮৮ জন। এই পরীক্ষার ক্ষেত্রেও ১০০% পাশ করেছে। এই পরীক্ষায় ৬০০ মোট নম্বরের মধ্যে ৫৭৪ সর্বোচ্চ নম্বর হয়েছে। উর্দু মিডিয়ামে পরীক্ষার্থী ছিলেন ১০৯৫ জন। যেখানে ছাত্র সংখ্যা ৩৬৯ জন এবং ছাত্রীর সংখ্যা ৭২৬ জন। এই মিডিয়ামেও ১০০% পরীক্ষার্থী পাশ করেছেন। তবে এই পরীক্ষার ফলে যারা সন্তুষ্ট নয় তারা চাইলে পরীক্ষা দিতে পারবেন। তার জন্যে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদে আবেদন জানাতে হবে সেই ভিত্তিতে পর্ষদ পরীক্ষার দিন জানাবে। সেই পরীক্ষার ফল চূড়ান্ত বলে গণ্য হবে বলে জানান পর্ষদ সভাপতি আবু তাহের কামরুদ্দিন।
উল্লেখ্য, করোনা আবহের মধ্যেই এই বছরের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে। করোনা আবহে মাধ্যমিকের মতো এই বছর বাতিল হয়েছে উচ্চমাধ্যমিক পরীক্ষাও। বিগত পরীক্ষার নম্বরের ভিত্তিতে বিশেষ ফর্মুলায় হয়েছে মূল্যায়ন।