জমা জলে বিপদ, কয়েকঘণ্টার মধ্যে কলকাতার দু-জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দু-জনের মৃত্যু
জমা জলে ওত পেতে ছিল বিপদ।
কলকাতা: কে জানত, জমা জলে ওত পেতে ছিল বিপদ। মাত্র কয়েকঘণ্টার ব্যবধানে কলকাতার দু-জায়গায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পরপর দু-জনের মৃত্যু হল। জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাটুলিতে যুবকের মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। গাফিলতির অভিযোগে সিইএসসির গাড়ি ভাঙচুর করা হয়। অন্যদিকে হরিদেবপুরে তার ছিঁড়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক বাইক আরোহীর।
পাটুলিতে জলের মধ্যে মাছ ধরতে নেমে লুটিয়ে পড়লেন তরুণ। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার বিকেলে বৈষ্ণবঘাটা-পাটুলি এলাকায় জমা জলে মাছ ধরতে বের হন এলাকার বাসিন্দা তরুণ মণ্ডল। প্রত্যক্ষদর্শীদের দাবি, জলের মধ্যে আমরা টানাটানি করতে গেলে ইলেকট্রিক শক খাই।
অন্যদিকে হরিদেবপুরে বিদ্যুতের তার ছিঁড়ে গায়ের উপর পড়ায় মৃত্যু হল বাইকচালকের। সূত্রের খবর, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ফিরছিলেন ওই যুবক। আচমকা বিদ্যুতের তার পড়ে যায় যুবকের ওপর । জানা গিয়েছে, বছর ৩৬-এর মানিক বারুইপেশায় গাড়িচালক।
কয়েকঘণ্টার ব্যবধানে কলকাতার দুই প্রান্তে তড়িদাহত হয়ে দু’জনের মৃত্যুর ঘটনায় প্রশ্নের মুখে সিইএসসির ভূমিকা। বৃষ্টি থামলেও, কলকাতার বহু জায়গা এখনও জলের তলায়।
সিইএসসির তরফে জানানো হয়েছে, তিনটি বিদ্যুৎবাহী তার ক্ষতিগ্রস্ত হয়নি। আর্থ ওয়ার ছিঁড়ে পড়ে ছিল। এর বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা নেই। কীভাবে এই ঘটনা ঘটল? বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে কি না সেদিক খতিয়ে দেখা হবে। অন্যদিকে পুলিশ সূত্রে খবর, বিদ্যুৎস্পৃষ্ট হয়েই মৃত্যু হয়েছে ওই দুই যুবকের। ঘটনায় পুলিশের গাড়ি ভাঙচুর হয়। সিইএসসির অফিসাররা ইতিমধ্যেই মৃত্যুর কারণ খতিয়ে দেখছেন। এলাকাবাসীর দাবি, জমা জলে ছটফট করতে মারা যান যুবক।
গত দু-দিনের বৃষ্টিতে জলমগ্ন কলকাতা-সহ রাজ্যের একাধিক জেলা। কলকাতার বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। জল জমে যায় বহু রাস্তায়। কলকাতা উত্তর থেকে দক্ষিণ-- রাতভর বৃষ্টিতে জলে একাকার। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিটে জল জমে যায়। সাদার্ন অ্যাভিনিউয়ের বেশি কিছু অংশ এখনও জলবন্দি।
এই পরিস্থিতিতে কলকাতা পুরসভার তরফে অন্য আশঙ্কার কথা শোনানো হয়। পুরসভা সূত্রে খবর, এখন জোয়ারের সময় চলছে। ফলত, বন্ধ রয়েছে লকগেটগুলি। জোয়ার যতক্ষণ থাকবে, ততক্ষণ এই গেট খোলা সম্ভব নয়। যে কারণে, জল নামতে আরও কিছুটা সময় লাগবে। অন্যদিকে, এখনই বৃষ্টি কমবে না বলে পূর্বাভাস আবহাওয়া দফতরের। উল্টে, কলকাতা সহ দক্ষিণবঙ্গে কাল থেকে বৃষ্টি বাড়বে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর।