Nepal News: 'কিছু অনুপ্রবেশকারী ভিড়ে মিশে গিয়েছিল', প্রথমবার প্রকাশ্যে এসে নেপাল-অশান্তিতে Gen-Z-র ভূমিকা নিয়ে কী বললেন ওলি ?
Nepal Gen-Z Protest: নেপালের ভক্তপুরে দলীয় একটি অনুষ্ঠানে তিনি নিরাপত্তারক্ষী এবং দলীয় ক্যাডার পরিবেষ্ঠিত হয়ে যোগ দেন।

ভক্তপুর (নেপাল) : Gen-Z-র আন্দোলনে দেশ তোলপাড় হওয়ার পর তাঁর খোঁজ মেলেনি। প্রকাশ্যে কোনও বিবৃতিও দেননি। কিন্তু, প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছেন কেপি শর্মা ওলি। এরপর নেপালে ক্ষমতার পটপরিবর্তন ঘটেছে। এই আবহে এই প্রথম Gen-Z-র আন্দোলন নিয়ে প্রকাশ্যে মুখ খুললেন CPN-UML-এর চেয়ারম্যান কেপি শর্মা ওলি। নেপালের সেই সময়ের পরিস্থিতির জন্য "অনুপ্রবেশকারীদের" হাত আছে বলে সুর চড়ালেন তিনি। এমনকী তিনি Gen-Z-র গায়ে কোনও দোষও চাপালেন না।
নেপালের ভক্তপুরে দলীয় একটি অনুষ্ঠানে তিনি নিরাপত্তারক্ষী এবং দলীয় ক্যাডার পরিবেষ্ঠিত হয়ে যোগ দেন ওলি। সেখানেই তিনি বলেন, "৮ সেপ্টেম্বর, দুপুরের পর, যখন আপনারা (Gen-Z-র বিক্ষোভকারীরা) এভারেস্ট হোটেলে পৌঁছে ব্যারিকেডের কাছে ছিলেন, তখন কিছু অনুপ্রবেশকারী জনতার সঙ্গে মিশে যায়। পরিস্থিতি আরও খারাপ হতে থাকলে, উত্তেজনা কমানোর চেষ্টা করা হয় এবং অনেক Gen-Z বিক্ষোভকারী ফিরে যান। যদিও, কিছু অনুপ্রবেশকারী তাঁদের ঘিরে ফেলে এবং সামনে ঠেলে দেয়, যার ফলে ক্ষতি হয় এবং কয়েক ডজন তরুণ প্রাণ হারান। বিষয়টি দেখার জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আমি আত্মবিশ্বাসী যে, সত্যিটা বেরিয়ে আসবে।"
শান্তিপূর্ণ বিক্ষোভ হিসেবে শুরু হওয়া Gen-Z-র বিক্ষোভ হিংসাত্মক রূপ ধারণ করে, যখন পুলিশ জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান, কাঁদানে গ্যাস এবং গুলি ব্যবহার করে। বিক্ষোভ চলাকালীন কমপক্ষে ৭৪ জন নিহত হন, যাদের বেশিরভাগই ৩০ বছরের কম বয়সী শিক্ষার্থী ছিলেন। এই ঘটনার পরিপ্রেক্ষিতে অস্থিরতা মোকাবিলায় ওলির সরকার তীব্র সমালোচনার সম্মুখীন হয়। অনেকেই তাঁর বিরুদ্ধে বিক্ষোভকারীদের উপর দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগ এনেছিলেন। যদিও এ প্রসঙ্গে ওলি বলছেন, "৮ এবং ৯ সেপ্টেম্বর, Gen-Z-র আন্দোলনের নামে এক অস্বাভাবিক পরিস্থিতির সাক্ষী হয়েছিল দেশ। বিভিন্ন দেশে Gen-Z-র প্রতিবাদ হিসেবে যা শুরু হয়েছে তার অপব্যবহার করা হয়েছে, অংশগ্রহণকারীদের আবেগ এবং তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে এটিকে ভিন্ন দিকে পরিচালিত করা হয়েছে। আমি আগেও এটা বলেছি যে, আমাদের নতুন প্রজন্ম, জাতীয় পতাকা জড়িয়ে, সিংহদুর্বার বা অন্য কোথাও ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িত হয়নি। আমাদের Gen-Z সরকারি ভবন, সংসদ, হোটেল, শিল্প বা আদালতে আগুন দেয় না। তারা রাজনৈতিক দৃষ্টিভঙ্গির ভিত্তিতে অফিসগুলিকে টার্গেট করে না ; Gen-Z এমনটি করে না।" Nepal News























