কুলটিতে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় ‘জয় শ্রীরাম’ স্লোগান, জ্ঞানের অভাব, কটাক্ষ তৃণমূলের
পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় উঠল ‘জয় শ্রীরাম স্লোগান’। বিজেপির পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন দলের কর্মী-সমর্থকরা। গেরুয়া শিবিরের জ্ঞানের অভাব রয়েছে বলে কটাক্ষ তৃণমূলের। দোষের কিছু নেই, পাল্টা প্রতিক্রিয়া বিজেপির।
কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: পশ্চিম বর্ধমানের কুলটির নিয়ামতপুরে সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় উঠল ‘জয় শ্রীরাম স্লোগান’। বিজেপির পতাকা হাতে শোভাযাত্রায় অংশ নেন দলের কর্মী-সমর্থকরা। গেরুয়া শিবিরের জ্ঞানের অভাব রয়েছে বলে কটাক্ষ তৃণমূলের। দোষের কিছু নেই, পাল্টা প্রতিক্রিয়া বিজেপির।
সরস্বতী পুজোর বিসর্জনেও উঠল ‘জয় শ্রীরাম’ স্লোগান! বিজেপির পতাকা নিয়ে বেরোল বিসর্জনের শোভাযাত্রা! বাগদেবীর বিসর্জন নিয়েও ফের বাগযুদ্ধে জড়াল বিজেপি এবং তৃণমূল। পশ্চিম বর্ধমানে কুলটির নিয়ামতপুরে দলীয় কার্যালয়ে সরস্বতী পুজো করে বিজেপি। বুধবার প্রতিমা বিসর্জনের জন্য দলীয় পতাকা নিয়ে শোভাযাত্রা বের করেন বিজেপি কর্মী-সমর্থকরা। সেই শোভাযাত্রাতেই ওঠে ‘জয় শ্রীরাম’ স্লোগান। যা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল।
কুলটির যুব তৃণমূল সভাপতি বাপন মুখোপাধ্যায় জানান, ‘‘বিজেপির জ্ঞানের অভাব রয়েছে। তাই সরস্বতী পুজোর বিসর্জনেও জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে ৷’’
কুলটি ৩ নম্বর মণ্ডলের বিজেপি মণ্ডল সভাপতি অমিত কুমার গড়াই বলেন, ‘‘দলের তরফে কোনও নির্দেশ ছিল না যে পতাকা নিয়ে বিসর্জনের শোভাযাত্রা করতে হবে। কিন্তু কিছু উৎসাহী কর্মী এটা করেছে। আর জয় শ্রীরাম স্লোগানে কোনও দোষ নেই।’’
বিধানসভা ভোটের আবহে এবার বাগ্দেবীর আরাধনাতেও লেগেছে রাজনীতির রং। মঙ্গলবার বাঁকুড়ার ইন্দারাগোড়ায় একটি পুজো মণ্ডপে বাজতে শোনা যায় ‘খেলা হবে’।
মেদিনীপুর শহরের একাধিক পুজো মণ্ডপ সেজে উঠেছিল রাজনৈতিক ব্যঙ্গচিত্রে। এর মধ্যেই এবার বাগ্দেবীর বিসর্জনে ‘জয় শ্রীরাম’ স্লোগান ঘিরে তৈরি হল বিতর্ক।