Ladakh Army Tank Accident: আচমকা নদীর জলস্তরবৃদ্ধি, লাদাখে ট্যাঙ্ক সমেত সলিলসমাধি ৫ জওয়ানের, চিন সীমান্তের কাছেই
Line of Actual Control: লাদাখের পূর্বে, লেহ্-র দৌলত বেগ ওল্ডি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
নয়াদিল্লি: লাদাখে নিয়ন্ত্রণরেখার কাছে ট্যাঙ্ক সমেত নদীতে তলিয়ে গেলেন পাঁচ জওয়ান। ট্যাঙ্কে চেপে নদী পেরনোর মহড়া চলছিল সেখানে। সেই সময় আচমকাই নদীর জলস্তর বেড়ে যায় বলে জানা গিয়েছে। এই দুর্ঘটনায় সেনার জুনিয়র কমিশনড অফিসার সমেত মোট পাঁচ জওয়ান মারা গিয়েছেন। সঙ্গে সঙ্গে উদ্ধারকার্য শুরু হলেও বাঁচানো যায়নি ওই জওয়ানদের। (Ladakh Army Tank Accident)
লাদাখের পূর্বে, লেহ্-র দৌলত বেগ ওল্ডি এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। সেনা সূত্রে খবর, শনিবার ভোরবেলা সেখানে মহড়া চলছিল। একটি T-72 ট্যাঙ্কে চেপে JCO এবং চার জওয়ান নিয়োমা-চুসুল এলাকায় নদী পেরোচ্ছিলেন। সেই সময় আচমকাই নজীর জলস্তর বেড়ে যায়। জলের ধাক্কায় ক্রমশন বসে যেতে থাকে ট্যাঙ্কটি। শেষ পর্যন্ত নদীর জলে সলিল সমাধি ঘটে পাঁচ জনের। (Line of Actual Control)
সেনার তরফে বিবৃতি প্রকাশ করে বলা হয়, 'সেনাবাহিনীর পাঁচ জওয়ান, একজন JCO এবং চার জওয়ান নদী পেরনোর সময় দৌলত বেগ ওল্ডি এলাকায় প্রাণ হারিয়েছেন। পাঁচজনের দেহই উদ্ধার করা গিয়েছে'। ঘটনা ঘটার পর সঙ্গে সঙ্গেই উদ্ধারকার্য শুরু হয়। কিন্তু জলের গতিশক্তি বিদ্যুৎশক্তিতে রূপান্তরিত হওয়ায় কাউকে বাঁচানো যায়নি।
On 28 Jun 2024 night, while deinducting from a military training activity, an army tank got stuck in the Shyok River, near Saser Brangsa, Eastern Ladakh due to sudden increase in the water level. Rescue teams rushed to the location, however, due to high current and water levels,…
— @firefurycorps_IA (@firefurycorps) June 29, 2024
আরও পড়ুন: Jammu Tawi Express: কলকাতামুখী জম্মু তাওয়াই এক্সপ্রেসে বোমাতঙ্ক, ৬৪ নং সিটে রাখা ব্যাগে কী আছে ? ..
সেনা সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোর ৩টে নাগাদ মহড়া শুরু হয়। মন্দির মোড়ের কাছে বোধি নদী পেরোচ্ছিলেন জওয়ানরা। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন,'আমাদের বীর জওয়ানদের দেশসেবার যে দৃষ্টান্ত স্থাপন করেছেন, কখনও ভুলব না আমরা। মৃত ওয়ানদের পরিবারকে সমবেদনা জানাই। এই কঠিন সময়ে গোটা দেশ তাঁদের পাশে রয়েছেন'।
লাদাখ এবং হিমাচল প্রদেশের বিস্তীর্ণ এলাকায় গত কয়েক দিন ধরেই ভারী বৃষ্টি হচ্ছে। শুক্রবার শিমলা, কুলু, কিন্নৌরের বেশ কিছু জায়গায় ধসও নামে। শিমলায় বেশ কিছু গাড়ি ধসে চাপা পড়ে। রাস্তাঘাট সব বন্ধ হয়ে যায়। লাদাখেও প্রাকৃতিক দুর্যোগ দেখা গিয়েছে। সেই আবহেই এই দুর্ঘটনা। যেখানে দুর্ঘটনা ঘটেছে, সেখান থেকে প্রকৃত নিয়ন্ত্রণরেখা কাছেই, যার ওপারে রয়েছে চিনা বাহিনী।