Live Update: বিজেপির যুব মোর্চার পুরসভা অভিযানে ধুন্ধুমার, চাঁদনি চকে জলকামান

Background
কলকাতা: ডেঙ্গি মোকাবিলায় প্রশাসনের ব্যর্থতার অভিযোগ তুলে আজ পথে নেমেছে গেরুয়া শিবির। সেন্ট্রাল অ্যাভিনিউয়ে এয়ার ইন্ডিয়ার অফিসের সামনে থেকে কলকাতা পুরসভা অভিযান শুরু করে বিজেপি যুব মোর্চা। সেখান থেকে পুরসভার দিকে চলতে শুরু করে মিছিল। মিছিলে যোগ দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজু বন্দ্যোপাধ্যায় -সহ রাজ্য বিজেপি নেতারা। ডেঙ্গু প্রতিরোধের পাশাপাশি কর্মসূচিতে ছিল কাটমানি ও অবৈধ পার্কিং-এর মতো ইস্যুও। বিজেপি যুব মোর্চার পুর অভিযান রুখতে প্রথম থেকেই আঁটোসাঁটো ছিল নিরাপত্তা ব্যবস্থা। এরপর মিছিল চাঁদনী চকে পৌঁছাতেই পুলিশ মিছিল আটকানোর চেষ্টা করে। ব্যারিকেড ভাঙে বিজেপি। মিছিল আটকাতে প্রথমে জল কামান ব্যবহার করে পুলিশ। তারপর শুরু হয় লাঠিচার্জ।
পুলিশকে লক্ষ্য করে জলের বোতল ছোড়ার অভিযোগ বিজেপি সমর্থকদের বিরুদ্ধে।
পরিস্থিতি সামাল দিতে বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়েছে।






















