এক্সপ্লোর
Advertisement
মোদির সঙ্গে মতপার্থক্য আছে, কিন্তু এখন জোট বেঁধে ভাইরাস ঠেকাতে হবে, লকডাউন একমাত্র সমাধান নয়, চাই আগ্রাসী মেজাজে টেস্ট, বললেন রাহুল
রাহুল বলেন, আগ্রাসী মেজাজে পরীক্ষা চালিয়ে যেতে হবে। তাঁর মন্তব্যকে ‘সমালোচনা, নিন্দা নয়, বরং পরামর্শ, প্রস্তাবের মানসিকতা নিয়ে দেখা’র আবেদন করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি।
নয়াদিল্লি: নোভেল করোনাভাইরাস মোকাবিলায় দলের কেন্দ্রের নরেন্দ্র মোদির পাশে থাকার আশ্বাস দিয়ে রাহুল গাঁধী নিজের অবস্থান স্পষ্ট করে জানিয়ে দিলেন, এই অতিমারী দূর করার একমাত্র রাস্তা লকডাউন নয়, তা শুধুমাত্র একটা ‘পজ বাটন’ অর্থাত সাময়িক ঠেকিয়ে রাখার উপায়, যা আমাদের খানিকটা প্রস্তুতি নেওয়ার সময় দেয় মাত্র। রাহুল বলেন, আগ্রাসী মেজাজে পরীক্ষা চালিয়ে যেতে হবে। তাঁর মন্তব্যকে ‘সমালোচনা, নিন্দা নয়, বরং পরামর্শ, প্রস্তাবের মানসিকতা নিয়ে দেখা’র আবেদন করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি। তিনি বলেন, একাধিক ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আমার মতপার্থক্য আছে, কিন্তু এখন নিজেদের মধ্যে ঝগড়াঝাটি, লড়াইয়ের সময় নয়, এখন একজোট হয়ে ভাইরাসের সঙ্গে লড়াই করা দরকার।
তিনি আরও বলেন, কৌশল খাটিয়ে লকডাউন শিথিল করা উচিত। কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই সবে শুরু হল, বিজয় ঘোষণা করাটা ভুল হবে।
ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে সাংবাদিক বৈঠক করে রাহুল আগ্রাসী মেজাজে পরীক্ষা করানোর দাবি করেন।
প্রসঙ্গত, রাহুল গত ১২ ফেব্রুয়ারি প্রথম ট্যুইট করে কেন্দ্রকে অতিমারীর আসন্ন বিপদের কথা উল্লেখ করেন। আজ তিনি বলেন, ভাইরাসটার সঙ্গে লড়তে হলে নাটকীয় ভাবে টেস্ট বাড়াতে হবে। একেবারে ভাইরাসকে তাড়া করে তার থেকে এগিয়ে যেতে হবে। বাছবিচার না করে টেস্ট করাতে হবে, কোনদিকে ভাইরাসটা যাচ্ছে, তার আগাম হদিশ পেতে হবে যাতে তাকে বিচ্ছিন্ন করে টার্গেট করে তার সঙ্গে লড়তে হবে।
আমাদের পরীক্ষা করানোর হার প্রতি দশ লক্ষ লোক পিছু ১৯৯ এবং গত ৭২দিনে মোট যত টেস্ট হয়েছে, তাতে জেলা পিছু মোটামুটি গড়ে ৩৫০ টেস্ট হয়েছে, এই পরিসংখ্যান দিয়ে রাহুল সরকারকে কোভিড ১৯ মোকাবিলায় যাবতীয় সম্পদ সঠিক কাজে লাগানোর পরামর্শ দেন। বলেন, ভারতের পরীক্ষা করানোর হার খুবই কম। তাতে জোয়ার আনা দরকার। করোনাভাইরাস টেস্ট করান কৌশলী ঢঙে, আগ্রাসী মেজাজে, এর মোকাবিলায় রাজ্যগুলিকে সাহায্য করুন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
খবর
জেলার
Advertisement