I.N.D.I.A Alliance: বাংলায় গোঁত্তা খেলেও, উত্তরপ্রদেশে আসনরফা চূড়ান্ত, রাহুল-অখিলেশকে মেলালেন প্রিয়ঙ্কা
Lok Sabha Elections 2024: এই আসন সমঝোতায় কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে শোনা যাচ্ছে।
নয়াদিল্লি: পশ্চিমবঙ্গ এবং পঞ্জাবে বরফ না গললেও, উত্তরপ্রদেশে কংগ্রেস এবং সমাজবাদী পার্টির মধ্যে আসন সমঝোতা হয়ে গেল বলে। নির্বাচনী কৌশল নিয়ে এখনও আলোচনা চলছে যদিও, তবে জানা যাচ্ছে, কংগ্রেসকে ১৭টি আসন ছাড়তে রাজি হয়েছেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব। সূত্রের খবর, কংগ্রেস যদিও রাজ্যের ৮০টি আসনের মধ্যে ২৮টি দাবি করেছিল। তবে সমাজবাদী পার্টি ১৭টি পর্যন্ত আসন ছাড়তে রাজি হয় কংগ্রেসকে। সমাজবাদী পার্টি এবং অন্য শরিকরা লড়বে বাকি ৬৩টি আসনে। (I.N.D.I.A Alliance)
তবে এই আসন সমঝোতায় কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গাঁধী বঢরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন বলে শোনা যাচ্ছে। যৌথ ভাবে সাংবাদিক বৈঠক করে শীঘ্রই আসন সমঝোতার কথা ঘোষণা করে কংগ্রেস। 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' নিয়ে ইতিমধ্যেই উত্তরপ্রদেশে ঢুকে পড়েছেন রাহুল গাঁধী। আসন সমঝোতা না হওয়া পর্যন্ত রাহুলের সঙ্গে যাত্রায় পা মেলাবেন না বলে আগে জানিয়েছিলেন অখিলেশ। এই মুহূর্তে সুর নরম তাঁরও। (Lok Sabha Elections 2024) কোথাও কোনও সমস্যা নেই, জোট ঠিক আছে বলে জানিয়েছেন তিনি।
সংবাদমাধ্যমে অখিলেশ বলেন, "সব ভাল, যার শেষ ভাল। জোট হচ্ছে অবশ্যই। কোনও সংঘাত নেই। শীঘ্রই সব স্পষ্ট হয়ে যাবে।" কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা উত্তরপ্রদেশের প্রদেশ কংগ্রেস সভাপতি অবিনাশ পাণ্ডে সাংবাদিক বৈঠকে বলেন, "সভাপতি মল্লিকার্জুন খড়্গের সম্মতির অপেক্ষা করছিলাম। কিছু আসন পরিবর্তনে রাজি হয়েছি আমরা। জোট তার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি উত্তরপ্রদেশে ১৭টি আসনে লড়বে কংগ্রেস। বাকি ৬৩টি আসনে I.N.D.I.A জোট প্রার্থী দেবে, সমাজবাদী পার্টি এবং অন্য দলগুলি।"
#WATCH | Congress Uttar Pradesh in-charge Avinash Pande says, "I am delighted to tell you that it has been decided that in Uttar Pradesh the INC will contest on 17 seats and the remaining 63 seats will have candidates of INDIA Alliance - from SP and other parties." pic.twitter.com/mRBa3ErTqQ
— ANI (@ANI) February 21, 2024
আসন্ন লোকসভা নির্বাচনের আগে BJP-বিরোধী I.N.D.I.A জোটে ডামাডোল চলছেই। পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গ ত্যাগ করে একা লড়াইয়ের ডাক দিয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্জাব এবং চণ্ডীগড়ের ১৪টি আসনে একা লড়ার কথা জানিয়েছেন আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়ালও। উত্তরপ্রদেশেও আসন সমঝোতা গোঁত্তা খেয়েছিল শুরুতে। তবে শেষ পর্যন্ত সব ভালয় ভালয় মিটে গিয়েছে বলে কংগ্রেস সূত্রে জানা গিয়েছে।
আরও পড়ুন: Indians in Russia: ভারতীয়দের ভাড়া করে ইউক্রেনের সঙ্গে যুদ্ধ রাশিয়ার? চিঠি গেল বিদেশমন্ত্রকের কাছে
সূত্রের খবর, প্রিয়ঙ্কার মধ্যস্থতাতেই বরফ গলেছে। অখিলেশের মানভঞ্জন করতে মোরাদাবাদ আসনের দাবি ছেড়ে সরে আসে কংগ্রেস। তার পরিবর্তে সীতাপুর, শ্রাবস্তী এবং বারাণসীর আসনটি চায় তারা, যেখানে আগেই প্রার্থী ঘোষণা করে দিয়েছিল সমাজবাদী পার্টি। এর মধ্যে বারাণসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র। সমাজবাদী পার্টিকে সেখান থেকে প্রার্থী তুলে নিতে আবেদন জানায় কংগ্রেস, তাতে অখিলেশের দল রাজি হয় বলে খবর।
এখনও পর্যন্ত যে তথ্য সামনে এসেছে, সেই অনুযায়ী, কংগ্রেস অমেঠী, রায়বরেলী, প্রয়াগরাজ, বারাণসী, মহারাজগঞ্জ, দেওরিয়া, বংশগাঁও, সীতাপুর, অমরোহা, বুলন্দশহর, গাজিয়াবাদ, কানপুর ঝাঁসি, বরাবাঁকি, ফতেপুর সিকরি, সাহরানপুর এবং মথুরার আসনে প্রার্থী দাঁড় করাবে। শীঘ্রই ওই সব আসনে প্রার্থীর নাম ঘোষণা হবে।
এর আগে, গত মঙ্গলবারই ৩১টি আসনে প্রার্থী ঘোষণা করে দেয় সমাজবাদী পার্টি। বদায়ুঁ থেকে দলের অভিজ্ঞ নেতা শিবপাল যাদবের নাম ঘোষণা করা হয়, যিনি অখিলেশের কাকা হন সম্পর্কে। বারাণসী থেকে সুরেন্দ্র সিংহ পটেল, কৈরানা থেকে ইকরা হাসান, বরেলী থেকে পরভীন সিংহ আরন এবং হামিরপুর থেকে অজেন্দ্র সিংহ রাজপুতের নামও ঘোষিত হয়। তার পর নাকি সরাসরি অখিলেশকে ফোন করেন প্রিয়ঙ্কা। দু'জনের মধ্যে আসন সমঝোতা নিয়ে কথা হয়। তার পরই নাকি অখিলেশের মানভঞ্জন হয় এবং সমাধাননসূত্র বেরিয়ে আসে আলোচনা, বলছে কংগ্রেসের সূত্রই।