(Source: ECI/ABP News/ABP Majha)
I.N.D.I.A Alliance: জট কাটিয়ে সমাধানসূত্র দিল্লিতেও, কংগ্রেস-AAP আসন সমঝোতা প্রায় চূড়ান্ত, ঘোষণা শীঘ্রই
Congress-AAP Seat Sharing: দিল্লিতে মোট সাতটি লোকসভা আসন রয়েছে। সেই নিয়ে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে টানাপোড়েন চলছিল।
নয়াদিল্লি: ঘোষণার পর থেকে বার বার ধাক্কা খেয়েছে পারস্পরিক বোঝাপড়া। তবে লোকসভা নির্বাচনের আগে ক্রমষ কমছে দূরত্ব। মতানৈক্য সরিয়ে একছাতার নিচে আসতে শুরু করেছেন BJP-বিরোধী I.N.D.I.A শিবিরের নেতারা। একদিন আগেই উত্তরপ্রদেশে আসন সমঝোতা হয়ে গিয়েছে। এবার দিল্লিতেও আম আদমি পার্টি এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা সম্পন্ন হতে চলেছে বলে খবর। (I.N.D.I.A Alliance)
দিল্লিতে মোট সাতটি লোকসভা আসন রয়েছে। সেই নিয়ে কংগ্রেস এবং আম আদমি পার্টির মধ্যে টানাপোড়েন চলছিল। পঞ্জাবে কংগ্রেসের সঙ্গত্যাগের পর, দিল্লিতেও অরবিন্দ কেজরিওয়াল একা লড়াইয়ের ঘোষণা করবেন কি না, সেই নিয়ে জল্পনা চলছিল। কিন্তু সূত্রের খবর, আসন সমঝোতা প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে দিল্লিতে। (Congress-AAP Seat Sharing)
সম্প্রতি চণ্ডীগড় পৌরসভা নির্বাচনে একজোটে লড়াই করে কংগ্রেস এবং AAP. কিন্তু নির্বাচনের ফলঘোষণা নিয়ে বিস্তর টানাপোড়েন শুরু হয়। সিসি ফুটেজে দেখা যায়, রিটার্নিং অফিসার ব্যালট পেপার বিকৃত করছেন। সেই নিয়ে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টেও। শেষ পর্যন্ত আগের ফলাফল বাতিল করে শীর্ষ আদালত। BJP-র তরফে মনোজ সোনকারকে মেয়র ঘোষণা করে দেওয়া হলেও, তাঁর নিযুক্তি বাতিল হয়। AAP কুলদীপ কুমার চণ্ডীগড় পৌরসভার মেয়র নির্বাচিত হন।
আরও পড়ুন: Elon Musk: বাছাই করা অ্যাকাউন্ট ও পোস্ট সরানোর নির্দেশ কেন্দ্রের, 'বাক স্বাধীনতা'র পরিপন্থী, বলল X
জোট বেঁধে চণ্ডীগড় পৌরসভা নির্বাচনেই প্রথম বার জয়ী হয় কংগ্রেস এবং AAP, যা I.N.D.I.A জোটেরও প্রথম জয়। তার পরই জট কাটে উত্তরপ্রদেশে। প্রিয়ঙ্কা গাঁধী বঢরার মধ্যস্থতায় কংগ্রেসকে ৮০টি আসনের মধ্যে ১৭টি আসন ছাড়তে রাজি হন জোটসঙ্গী সমাজবাদী পার্টির অখিলেশ যাদব, যার মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী কেন্দ্র বারাণসী, অমেঠী এবং রায়বরেলীর মতো গুরুত্বপূর্ণ আসন রয়েছে। দিল্লিতে সাতটির মধ্যে AAP চারটিতে এবং কংগ্রেস তিনটি আসনে লড়বে বলে সমঝোতায় পৌঁছেছে, এমনই খবর সামনে আসছে।
এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা হয়নি এখনও পর্যন্ত। তবে শীঘ্রই দুই দলের তরফে বিবৃতি প্রকাশ করা হবে বলে জানা যাচ্ছে। আর এই খবরেই আশা দেখছেন অনেকে। আগামী দিনে একে একে বাকি রাজ্যেও জট কাটবে বলে আশাবাদী তাঁরা। এই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ। আসন সমঝোতা নিয়ে মতবিরোধের জেরে কংগ্রেসের সঙ্গ ছেড়ে একা লড়াইয়ের ঘোষণা করেছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পর থেকে কংগ্রেসকে লাগাতার আক্রমণও করে আসছেন তিনি। যদিও এখনও পর্যন্ত মমতার প্রতি সুর নরম কংগ্রেস নেতৃত্বের। এমনকি মমতাকে ছাড়া জোট অকল্পনীয় বলেও জানিয়েছেন তাঁরা।