Los Angeles Fire: ফের দাবানল গ্রাসে ছাড়খার, ভয়ঙ্কর আগুনে গ্রামের পর গ্রাম, ঘর ছাড়া ৩১ হাজার
Los Angeles Massive Wildfire: ক্যালিফোর্নিয়ার বন দফতর ও দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলসের উত্তর পশ্চিমাঞ্চলে কাস্টাইক হ্রদ সংলগ্ন এলাকায় আগুন লাগে।

নয়া দিল্লি: বিধ্বংসী দাবানলের রেশ কাটতে না কাটতেই নতুন করে দাবানল লস অ্যাঞ্জেলসে, আগুনের গ্রাসে প্রায় সাড়ে ৯ হাজার একর এলাকা। বুধবার প্রায় সাড়ে ৯ হাজার একর জুড়ে এলাকায় আগুন ছড়িয়ে পড়ল। অবিলম্বে ঘর ছাড়তে বলা হয়েছে ৩১ হাজার মানুষকে। ইতিমধ্যেই প্রায় ৫০ হাজার মানুষকে আগাম সতর্ক করেছে প্রশাসন।
ক্যালিফোর্নিয়ার বন দফতর ও দমকল বিভাগের তরফে জানানো হয়েছে, লস অ্যাঞ্জেলসের উত্তর পশ্চিমাঞ্চলে কাস্টাইক হ্রদ সংলগ্ন এলাকায় আগুন লাগে। মাত্র কয়েক ঘণ্টার মধ্যে এই দাবানল ৩২০০ হেক্টর এর বেশি এলাকাকে গ্রাস করে নেয়। এই দাবানল আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর তাই হ্রদের নিকটবর্তী অন্তত ৩১ হাজার বাসিন্দাকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গত সপ্তাহ থেকে শুরু হওয়া দাবানলে একের পর এক পুড়ছে গাছপালা, বাড়িঘর থেকে শুরু করে শপিং মল। যেদিকেই চোখ দেয় সেদিকেই শুধু আগুনের ধ্বংসলীলা। তারফলে কার্যত ধ্বংসের শহরে পরিণত হয়েছে মার্কিন মুলকের অন্যতম বিলাসবহুল শহর লস অ্যাঞ্জেলেস।
আরও পড়ুন, মহাকুম্ভে 'মোনালিসা'কে ঘিরে ধরছেন পুরুষরা, সেলফি তোলার হিড়িকে বিরক্ত 'শ্যামাসুন্দরী'
প্রসঙ্গত, বুধবার রাতে লস অ্যাঞ্জেলসের অদূরেই নতুন করে ছড়িয়ে পড়েছে দাবানল। পালিসেডেস এবং ইয়াটনের পর এবার জ্বলছে শহরের উত্তরের কাস্টাইক হ্রদ–সংলগ্ন এলাকা। সেই আবহে ইতিমধ্যেই ৩১ হাজার মানুষকে ঘর ছাড়ার নির্দেশ দিয়েছে প্রশাসন।
এক স্থানীয়ের কথায়, 'আমি প্রার্থনা করে চলেছি যেন আমাদের বাড়িটা অন্তত অক্ষত থাকে। এত দিনের সম্পত্তি সব শেষ হয়ে যাচ্ছে চোখের সামনে।' লস অ্যাঞ্জেলেসের কাউন্টি শেরিফ বিভাগের রবার্ট জেনসেন সকলকে সতর্ক করেন। দ্রুত ওই এলাকা ছেড়ে চলে যাওয়ার নির্দেশও দেন।
দমকা হাওয়ার কারণে আরও দ্রুত ছড়াচ্ছে আগুন। শুষ্ক এবং দমকা হাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনতে সমস্যা হচ্ছে দমকলকর্মীদের।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে






















