lucknow Hajj Flight : ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ভয়ঙ্কর ঘটনা বিমানে, লখনউতে অবতরণের সময়ই চাকায় ধরল আগুন
সৌদি আরব (Saudi Arab) থেকে আসা SV 3112 বিমানটি ল্যান্ড করার সময় বিমানের চাকা থেকে ফুলকি বের হতে দেখা যায়।

লখনউ : আবার বিমানে আতঙ্ক। এবার আগুন বিমানের চাকায়। বিরাট বড় দুর্ঘটনা এড়াল ২৫০ জন হজযাত্রীকে নিয়ে ফিরতি বিমানটি। রবিবার (১৫ জুন, ২০২৫) সকালে লখনউ বিমানবন্দরে (Lucknow Airport) অবতরণের সময়ই একটি বড় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।
সৌদি আরব (Saudi Arab) থেকে আসা SV 3112 বিমানটি ল্যান্ড করার সময় বিমানের চাকা থেকে ফুলকি বের হতে দেখা যায়। ধোঁয়া বের হতে শুরু করে। এই বিমানে প্রায় ২৫০ জন হজ যাত্রী ছিলেন। সঙ্গে সঙ্গে এয়ারপোর্টে চাঞ্চল্য তৈরি হয়। এয়ারপোর্ট সূত্রে খবর, ফ্লাইটটি (Flight) সকাল ৬:৩০ মিনিটে লখনউ পৌঁছয়। বিমানটি রানওয়েতে নামার সঙ্গে সঙ্গে একটি চাকা থেকে ফুলকি বের হতে দেখা যায়। বিমানবন্দরের কর্মীরা সঙ্গে সঙ্গে সতর্ক হন এবং জরুরি প্রক্রিয়া অনুসরণ করে সব যাত্রীকে নিরাপদে বাইরে নিয়ে আসেন। তবে ভেতরে থাকা যাত্রীরা কোনও আতঙ্ক অনুভাব করেননি, কারণ তারা জানতেই পারেনি বাইরে কী ঘটছে। তাঁরা যখন এই ঘটনার কথা জানতে পারেন, তখন আতঙ্কিত হয়ে পড়েন। কারণ আমদাবাদের ঘটনা এখন দগদগে ঘায়ের মতোই। জরুরি পরিস্থিতিতে বিমানটিকে ট্যাক্সি ওয়েতে আনা হয়। সেখানে যাত্রীদের নিরাপদে বের করে আনা হয়।
গত বৃহস্পতিবার (১২ জুন, ২০২৫) লন্ডনের উদ্দেশে ওড়া এয়ার ইন্ডিয়ার বিমানটি ওড়ার কয়েক মুহূর্ত পরেই ধসে পড়ে। তারপর ঘটে ভয়াবহ বিস্ফোরণ। ঘটনায় বিমানের একজন যাত্রী ছাড়া কেউ বাঁচেননি। সেই সঙ্গে প্রাণ গিয়েছে , যে এলাকায় প্লেনটি ভেঙে পড়ে সেখানে থাকা বহু মানুষের। এখনও উদ্ধার হয়ে চলেছে দেহ। বেশির ভাগ দেহই গলে কুণ্ডলীকৃত হয়ে যাওয়া । কোনও ভাবেই চেনার উপায় নেই। ডিএনএ ম্যাচের মাধ্যমে দেহ শনাক্তকরণ চলছে। ইতিমধ্যেই মৃতের সংখ্যা ২৭০ ছাড়িয়েছে। এই দুর্ঘটনা ভারতের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর এবং ভয়াবহ ঘটনা। কেন ঘটল এই দুর্ঘটনা? প্রাথমিক তদন্ত বলছে, প্রযুক্তিগত ত্রুটির কারণেই এই বিপর্যয়।
এরই মধ্যে আবার বোয়িং ড্রিমলাইনারে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ল। লন্ডন থেকে আসা উড়ানে মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি ধরা পড়তেই সাবধান হয়ে যান পাইলটরা। বিমানটি ফেরানো হয় লন্ডনে। ব্রিটিশ এয়ারওয়েজের বোয়িং ড্রিমলাইনারটি লন্ডন থেকে চেন্নাই আসছিল।






















