এক্সপ্লোর
Advertisement
লখনউয়ে বিনা হেলমেটে প্রিয়ঙ্কা, স্কুটার মালিকের ৬৩০০ টাকা জরিমানা
প্রিয়ঙ্কাকে স্কুটারে চাপিয়ে নিয়ে গিয়েছিলেন ধীরাজ গুর্জর নামে এক কংগ্রেস কর্মী। কিন্তু দুজনের কারও মাথায় হেলমেট ছিল না। একাধিক ট্রাফিক নিয়ম ভেঙে বিপজ্জনক ভাবে স্কুটারটি যাচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার (ট্রাফিক) পূর্নেন্দু সিংহ।
নয়াদিল্লি: প্রিয়ঙ্কা গাঁধী বঢরা গত শনিবার যে টু-হুইলারে চেপে লখনউয়ে প্রাক্তন পুলিশকর্তা এস আর দারাপুরির বাসভবনে গিয়েছিলেন, নিয়ম ভাঙার অভিযোগে সেটির মালিককে ৬৩০০ টাকা জরিমানার নোটিস পাঠাল উত্তরপ্রদেশে ট্রাফিক পুলিশ। প্রিয়ঙ্কাকে স্কুটারে চাপিয়ে নিয়ে গিয়েছিলেন ধীরাজ গুর্জর নামে এক কংগ্রেস কর্মী। কিন্তু দুজনের কারও মাথায় হেলমেট ছিল না। একাধিক ট্রাফিক নিয়ম ভেঙে বিপজ্জনক ভাবে স্কুটারটি যাচ্ছিল বলে জানিয়েছেন পুলিশ সুপার (ট্রাফিক) পূর্নেন্দু সিংহ। তিনি বলেন, গুর্জরকে চালান ইস্যু করা হয়েছে হেলমেট ছাড়া স্কুটার চালানো, ট্রাফিক আইন লঙ্ঘন, ভুল নম্বর লেখা প্লেট লাগানো গাড়ি চালানো, বেপরোয়া গাড়ি চালানো ও লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য। প্রসঙ্গত, স্কুটারে পলিটেকনিক ক্রসিং থেকে মুন্সি পুলিয়া ক্রসিং-প্রায় ২ কিমি রাস্তা ৩০ মিনিটে যান গুর্জর ও প্রিয়ঙ্কা।
পুলিশকর্তাটি বলেন, সোস্যাল মিডিয়া থেকে পাওয়া ছবিতে দুজনকে হেলমেট না পরে টু-হুইলার চড়তে দেখা গিয়েছে। সেটি খতিয়ে দেখে জানা যায়, সেটি চালাচ্ছিল ধীরজ গুর্জর। এম-পরিবহণ মোবাইল অ্যাপ থেকে নেওয়া বিস্তারিত তথ্যের ভিত্তিতে ই- চালান দেওয়া হয়েছে।
ই- চালান অনুসারে জরিমানা দিতে হবে টু-হুইলারের মালিক রাজদীপ সিংহকে।
নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) বিরোধী বিক্ষোভে সামিল হয়ে উত্তরপ্রদেশ পুলিশের হাতে গ্রেফতার প্রাক্তন আইপিএস দারাপুরির বাসভবনে প্রিয়ঙ্কার যাওয়া নিয়ে একপ্রস্থ নাটক হয় লখনউয়ে। মহিলা পুলিশ তাঁকে বাধা দিয়েছে, গলা টিপে ধরেছে বলে অভিযোগ প্রিয়ঙ্কার। তারা অবশ্য অভিযোগ অস্বীকার করেছে। শেষ পর্যন্ত কিছুটা স্কুটারে চেপে, কিছুটা হেঁটে দারাপুরির বাসভবন পৌঁছন কংগ্রেস সাধারণ সম্পাদক।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ক্রিকেট
ব্যবসা-বাণিজ্যের
Advertisement