এক্সপ্লোর
Advertisement
এক রাত কাটাতে লাগে ১৪৫০ ডলার, পুড়ে ছাই হয়ে গেল সিডনির ভাসমান লাক্সারি ভিলা, প্রাণ বাঁচাতে জলে ঝাঁপালেন মানুষ
হাউসবোট ওই হোটেলে ছিল অনবোর্ড ওয়াইন সেলার, প্যাডলবোর্ড ও মাছ ধরার সরঞ্জাম। ছিল বেডরুম, বাথরুম, কিচেন।
সিডনি: অস্ট্রেলিয়ার সিডনির পাম বিচে একটি বিলাসবহুল ভাসমান ভিলা আগুনে পুড়ে ছাই হয়ে গেল। রবিবার স্থানীয় সময় রাত দুটো ২০ নাগাদ পিটওয়াটার ব্যারির ওই ভিলায় আগুন লাগে। দমকল কর্মীরা আসতে না আসতে গোটা বাড়ি পুড়ে যায়।
ভিলার নাম লিলিপ্যাড। এক রাত সেখানে কাটাতে খরচ পড়ে ১,৪৫০ অস্ট্রেলীয় ডলার। এক দমকল কর্মী স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, কোনওমতে প্রাণ বাঁচাতে সক্ষম হয়েছেন তাঁরা। কীভাবে আগুন লেগেছে এখনও স্পষ্ট নয়, তবে দুর্ঘটনা হতে পারে। আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের বহু কর্মীকে ডাকা হয়। জানা গিয়েছে, ভেতরে থাকা ২ জন প্রাণে বাঁচতে জলে ঝাঁপিয়ে পড়েন।
হাউসবোট ওই হোটেলে ছিল অনবোর্ড ওয়াইন সেলার, প্যাডলবোর্ড ও মাছ ধরার সরঞ্জাম। ছিল বেডরুম, বাথরুম, কিচেন। সমুদ্রে ঘুরে বেড়ানোর জন্য ছিল প্রাইভেট বোটও। সিডনির অন্যতম বিলাসবহুল এই বুটিক হোটেলে পৌঁছনো যেত শুধু নৌকা বা সিপ্লেনে। লিলিপ্যাডের একটি বাড়িতে থাকতে পারতেন শুধু ২ জন অতিথি। নানা ব্যক্তিগত অনুষ্ঠানে এখানে আসতেন সেলিব্রিটিরা। সিডনির পাম বিচের সমুদ্রের ওপর ছিল এই ভিলা, তট থেকে কয়েক মিটার দূরে। তাদের ক্লাউডি বে, কেপ মেন্টেল, গ্লেনমোরাঙ্গি হুইস্কির মত ওয়াইন অত্যন্ত সমাদৃত।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement