(Source: ECI/ABP News/ABP Majha)
Realme: পাঁচ বছরের জার্নি শেষ, রিয়েলমি ইন্ডিয়া থেকে সরলেন মাধব শেঠ, কোথায় যাচ্ছেন?
Madhav Sheth: চিনের স্মার্টফোন প্রস্তুতকারী রিয়েলমি সংস্থায় ২০১৮ সালে যোগ দিয়েছিলেন মাধব শেঠ।
Realme: রিয়েলমি ইন্ডিয়া (Realme India) থেকে সরলেন মাধব শেঠ (Madhav Sheth)। চিনের স্মার্টফোন প্রস্তুতকারী এই সংস্থায় ২০১৮ সালে যোগ দিয়েছিলেন তিনি। বিগত পাঁচবছর ধরে এই সংস্থায় ছিলেন মাধব শেঠ। রিয়েলমি ইন্ডিয়ার সিইও পদেও আসীন হয়েছিলেন। তবে চলতি বছরের শুরুর দিকেই সেই পদ থেকে ইস্তফা দেন তিনি। সেই সময় তাঁকে নিয়োগ করা হয়েছিল রিয়েলমি গ্লোবালের বিজনেস এবং কর্পোরেট স্ট্র্যাটেজির ভাইস প্রেসিডেন্ট হিসেবে। ভারতে রিয়েলমি সংস্থাকে জনপ্রিয় ব্র্যান্ড করে তোলার পিছনে অসীম অবদান রয়েছে মাধব শেঠের। ভারতে রিয়েলমিকে জনপ্রিয় অ্যান্ড্রয়েড স্মার্টফোন সংস্থা হিসেবে প্রতিষ্ঠা করেছেন তিনি। মাধব শেঠের হাত ধরেই লঞ্চ হয়েছে রিয়েলমি ২। তবে এবার রিয়েলমি সংস্থা থেকে বিদায় নিয়েছেন তিনি। ট্যুইট করে সেকথা জানিয়েছেন নিজেই। একই সঙ্গে জানিয়েছেন এবার মাধব শেঠের দায়িত্ব সামলাবেন রিয়েলমি সংস্থার প্রতিষ্ঠাতা এবং সিইও স্কাই লি।
Goodbye can be disheartening, but world is too small until we meet again.
— Madhav Sheth (@MadhavSheth1) June 14, 2023
Farewell for now, but our paths may cross again soon, and that's something to look forward to building a better and bigger me. #Goodbye #UntilWeMeetAgain pic.twitter.com/sXSG06DFIR
রিয়েলমি ছেড়ে কোথায় যাচ্ছেন মাধব শেঠ
গত সপ্তাহেই শোনা গিয়েছে একটি কথা। সূত্রের খবর, এবার নাকি চিনের আর একটি স্মার্টফোন নির্মাণকারী সংস্থা Honor- এ যোগ দিতে চলেছেন মাধব শেঠ। নয়ডার PSAV Global (Honor-এর ভারতীয় পার্টনার)- এই কোম্পানির সঙ্গে নাকি কথাবার্তাও হয়েছে তাঁর। যদিও এই প্রসঙ্গে মাধব শেঠ নিজে নিশ্চিত ভাবে কিছুই জানাননি। এই প্রসঙ্গে কোনও মন্তব্যই করেননি তিনি।
Realme 11 Pro 5G Series: রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজ ভারতে লঞ্চ হয়েছে। এই স্মার্টফোন সিরিজে লঞ্চ হয়েছে রিয়েলমি ১১ প্রো ৫জি (Realme 11 Pro 5G) এবং রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি (Realme 11 Pro Plus 5G) - এই দুই ফোন। মে মাসে চিনে এই ফোনগুলি লঞ্চ হয়েছিল। এবার দেখে নেওয়া যাক ভারতে রিয়েলমি ১১ প্রো ৫জি সিরিজের ফোনগুলির দাম এবং র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট।
- রিয়েলমি ১১ প্রো ৫জি ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে। এই মডেলের দাম ২৩,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের রয়েছে ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি- এই দুই ভ্যারিয়েন্ট। এই দুই মডেলের দাম যথাক্রমে ২৪,৯৯৯ টাকা এবং ২৭,৯৯৯ টাকা। ১৬ জুন থেকে অ্যামাজনের মাধ্যমে এই ফোন কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে রিয়েলমির ওয়েবসাইট এবং নির্দিষ্ট কিছু রিটেল দোকানে।
- রিয়েলমি ১১ প্রো প্লাস ৫জি ফোন লঞ্চ হয়েছে দুটো ভ্যারিয়েন্টে। একটিতে রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ, যার দাম রয়েছে ২৭,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৯,৯৯৯ টাকা। ১৫ জুন থেকে শুরু হবে বিক্রি।
আরও পড়ুন- ক্য়ান্সার প্রতিরোধ করতে বিশেষভাবে উপকারী বাদাম, কখন খাবেন?