Madhya Pradesh News: গলায় ছুরি ঠেকিয়ে ধর্ষণের অভিযোগ, কাঠগড়ায় বিজেপি নেতা, ভাইরাল ভিডিও-য় বলতে শোনা গেল...
Ashok Singh Viral Video: মধ্যপ্রদেশের সাতনা জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে।

ভোপাল: গলায় ছুরি ঠেকিয়ে তরুণীকে ধর্ষণের অভিযোগ। একবার নয়, হুমকি দিয়ে বার বার যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করার অভিযোগ সামনে এল। কাঠগড়ায় মধ্যপ্রদেশের বিজেপি নেতা অশোক সিংহ। নির্যাতিতা সেই নিয়ে ক্ষোভ জানাতে গেলেও তাঁকে হেনস্থা করা হয় বলে অভিযোগ। এমনকি ক্যামেরা চালিয়ে গোটা কথোপকথন রেকর্ড করতে গেলে, অভিযুক্ত ক্ষমতা জাহির করেন, তাঁর কিচ্ছু হবে না ঘোষণা করেন বলে দাবি নির্যাতিতার। (Ashok Singh Viral Video)
মধ্যপ্রদেশের সাতনা জেলা থেকে এই ঘটনা সামনে এসেছে। অশোক স্থানীয় বিজেপি নেতা। তাঁর স্ত্রী রামপুর বাঘেলান নগর পরিষদের বিজেপি কাউন্সিলর। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে, যাতে এক পুলিশ অফিসারকে গালিগালাজ করছেন অশোক। সেই সঙ্গে ওই তরুণীকে হুমকি দিতেও শোনা যায় তাঁকে। ওই তরুণী কাঁদছিলেন। উপর মহলে অভিযোগ জানাবেন বলছিলেন তিনি। জবাবে অশোক বলেন, “আমার কী হবে? কিচ্ছু হবে না। যেখানে খুশি অভিযোগ জানাও। কিচ্ছু হবে না আমার।” (Ashok Singh Viral Video)
"BJP leader threatens rape victim." ⚠️🚨👹
— Suraj Kumar Bauddh (@SurajKrBauddh) December 27, 2025
Victim: "I will post your video on social media."
"So what? It won't affect me at all." 😡
BJP leader Ashok Singh allegedly raped a girl at gunpoint in MP's Satna & threatened the victim, who is crying for justice. Terrible! pic.twitter.com/0NalGB9SU2
সোমবার সাতনার পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তিনি জানান, ছ’মাস আগে গলায় ছুরি ঠেকিয়ে তাঁকে ধর্ষণ করেন অশোক। গোটা মুহূর্ত ক্যামেরাবন্দি করে রাখেন তিনি। সেই ভিডিও নিয়ে পরে ব্ল্যাকমেলও করেন। বাধ্য করে বার বার শারীরিক সম্পর্ক গড়তে। অশোক তাঁকে এবং তাঁর পরিবারকে প্রাণে মেরে ফেলার হুমকিও দেন বলে দাবি নির্যাতিতার। বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে। ডেপুটি সুপার মনোজ ত্রিবেদীকে তদন্তভার সঁপেছেন পুলিশ সুপার।
Trigger warning: This video contains harassment and abusive language.
— Vishnukant Tiwari (@vishnukant_7) December 28, 2025
In Madhya Pradesh’s Satna district, a BJP leader, Ashok Singh, has been accused of sexually harassing a woman. The complainant has also alleged sexual assault.
According to the woman’s written complaint… pic.twitter.com/wmL32KGZW8
নির্যাতিতার দাবি, গত ২০ ডিসেম্বরও তাঁর উপর চড়াও হন অশোক। তাঁর শ্লীলতাহানি করেন। আবারও হুমকি দেওয়া হয় তাঁকে। কথা না শুনলে সকলের সামনে তাঁকে বেইজ্জত করা হবে বলে জানান অশোক। এমনকি নিয়মিত অশোক তাঁর দোকানে চড়াও হন, কুকথা বলেন, হুমকি দেন বলে দাবি করেছেন নির্যাতিতা। তাঁর দাবি, এমন পরিবেশ তৈরি করা হয়েছিল, যাতে সারাক্ষণ ভয়ে ভয়ে থাকতেন তিনি। দিন পাঁচেক আগেও পুলিশের দ্বারস্থ হন তিনি। কিন্তু কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করা হয়নি। তবে অশোকের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে বলে খবর।






















