এক্সপ্লোর
Advertisement
(Source: ECI/ABP News/ABP Majha)
প্রয়াত লালজি ট্যান্ডন, শোকের ছায়া বিজেপিতে
২০১৮ সাল পর্যন্ত বিহারের রাজ্যপাল ছিলেন লালজি। ২০১৯ থেকে তিনি মধ্যপ্রদেশের রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছিলেন।
ভোপাল: চলে গেলেন মধ্যপ্রদেশের রাজ্যপাল ও উত্তর প্রদেশের প্রভাবশালী বিজেপি নেতা লালজি টন্ডন। বয়স হয়েছিল ৮৫ বছর। অসুস্থ হওয়ার পর গত ১১ জুন লখনউয়ের মেদান্ত হাসপাতালে ভর্তি হন টন্ডন। উচ্চ তাপমাত্রার জ্বর, শ্বাসকষ্ট এবং প্রস্রাবের সমস্যায় ভুগছিলেন টন্ডন। ভেন্টিলেশন সাপোর্টে রেখে তাঁর চিকিৎসা করা হচ্ছিল।
হাসপাতালেই ভোর ৫টা ৩৫ মিনিটে তাঁর মৃত্যু হয়। তাঁর পুত্র আশুতোষ টন্ডন হাসপাতালে উপস্থিত ছিলেন। তিনিই সকলকে খবরটি দেন। ২০১৮ সাল পর্যন্ত বিহারের রাজ্যপাল ছিলেন লালজি। ২০১৯ থেকে তিনি মধ্যপ্রদেশের রাজ্যপালের দায়িত্ব সামলাচ্ছিলেন। উত্তরপ্রদেশে তিনি দুবার বিধান পরিষদের সদস্য হন। পরে লিডার অফ হাউস অফ কাউন্সিলও হন।
তাঁর পুত্র আশুতোষ টন্ডন বর্তমানে উত্তরপ্রদেশ সরকারের মন্ত্রী। নগরোন্নয়ন, নাগরিক কর্মসংস্থান, দারিদ্র দূরীকরণের দপ্তর তিনিই সামলান। ট্যুইট করে আশুতোষ জানিয়েছেন, লখনউয়ের গুলালা ঘাটে মরদেহ নিয়ে যাওয়া হবে। বিকেল চারটেয় শেষকৃত্য সম্পন্ন হবে।
— Ashutosh Tandon (@GopalJi_Tandon) July 21, 2020
লালজির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রথম সারির বিজেপি নেতারা। প্রধানমন্ত্রী লিখেছেন, উনি অত্যন্ত সচেতন ও বিচক্ষণ রাজনীতিক ছিলেন। ঘনিষ্ঠ ছিলেন সকলের আদরনীয় অটলজির। ওঁর পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।সমাজের নানা উন্নয়নের জন্য লালজির সৎ পরিশ্রম সকলেরই মনে থেকে যাবে। উত্তরপ্রদেশে বিজেপিকে মজবুত করার পিছনে ওঁর ভূমিকা অনস্বীকার্য।
Shri Lalji Tandon will be remembered for his untiring efforts to serve society. He played a key role in strengthening the BJP in Uttar Pradesh. He made a mark as an effective administrator, always giving importance of public welfare. Anguished by his passing away. pic.twitter.com/6GeYOb5ApI
— Narendra Modi (@narendramodi) July 21, 2020
সমবেদনা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, স্মৃতি ইরানি প্রমুখও।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement