Madhyamik Result 2021 Updates: মাধ্যমিকে ৬৯৭ পেয়ে প্রথম ৭৯ জন
প্রকাশিত হল মাধ্যমিকের ফল
কলকাতা: প্রকাশিত হল মাধ্যমিকের ফল। এবার সর্বোচ্চ নম্বর ৬৯৭। এদিন জানালেন মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। প্রথম হয়েছেন ৭৯। এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯। তাঁরা সবাই পাশ করেছেন। পাশের হারে সর্বকালীন রেকর্ড। ১০০ শতাংশ পাশের হার মাধ্যমিকে। জানালেন পর্ষদ সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
সকাল ৯টায় আনুষ্ঠানিক ভাবে প্রকাশিত হয় মাধ্যমিকের ফল। ফলাফল সকাল ১০ টা থেকে দেখা যাবে ওয়েবসাইটে। যে ফল সরাসরি দেখা যাবে wb10.abplive.com তে। জন্মতারিখ এবং রেজিস্ট্রেশন নম্বর দিয়ে জানতে হবে ফল। পড়ুয়ারা মার্কশিট পাবে আজ। তবে পড়ুয়াদের হাতে নয় এবছর মার্কশিট দেওয়া হবে অভিভাবকদের।
Madhyamik Result 2021: ফল অপছন্দ হলে মিলবে পরীক্ষা দেওয়ার সুযোগ, জানালেন পর্ষদ সভাপতি
এবার পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১০ লক্ষ ৭৯ হাজার ৭৪৯। তাঁরা সবাই পাশ করেছেন। প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন ৯০ শতাংশ পরীক্ষার্থী। অর্থাৎ প্রায় সাড়ে নয় লক্ষ পড়ুয়া প্রথম বিভাগে পাশ করেছে। পর্ষদ সূত্রে খবর, প্রথম দশে প্রায় হাজার ছাত্রছাত্রীর নাম রয়েছে। ছাত্র সংখ্যা ৪ লক্ষ ৬৫ হাজার ৮৫০ এবং ছাত্রী সংখ্যা ৬ লক্ষ ১৩ হাজার ৮৪৯। এ বছর ছাত্রদের তুলনায় ছাত্রীর সংখ্যা ছিল দেড় লক্ষের বেশি। পর্ষদের তরফে জানানো হয়েছে, ফলে সন্তুষ্ট না হলে পরীক্ষায় বসার সুযোগ রয়েছে।
ফলাফলের জন্য wb10.abplive.com ওয়েবসাইটে নজর রাখতে হবে
করোনা আবহে বাতিল হয়ে গিয়েছিল চলতি বছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা। ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিকল্প নম্বর-বিধি। নবম শ্রেণির বার্ষিক পরীক্ষা ও দশম শ্রেণির অভ্যন্তরীণ মূল্যায়নের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে এ বছরের মাধ্যমিকের মার্কশিট। জানিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। ফলাফল সকাল ১০ টা থেকে দেখা যাবে ওয়েবসাইটে। যে ফল সরাসরি দেখা যাবে wb10.abplive.com তে। পড়ুয়ারা মার্কশিট পাবে আজ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে খবর, তবে সরাসরি ছাত্রছাত্রীদের হাতে তা তুলে দেওয়া হবে না। অভিভাবকদের দেওয়া হবে মার্কশিট। এবছর কোনও মেধাতালিকা প্রকাশ হবে না। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ১১ লক্ষেরও বেশি পরীক্ষার্থী। মাধ্যমিকের অ্যাডমিট কার্ড মিলবে মার্কশিটের সঙ্গে। পরীক্ষা না হওয়ায় অ্যাডমিট কার্ড বিতরণ হয়নি।
মাধ্যমিক সংক্রান্ত খবর জানতে ক্লিক করুন এই লিঙ্কে