এক্সপ্লোর
শিবসেনা প্রার্থী উদ্ধব-পুত্র আদিত্য ঠাকরেকে সমর্থন সঞ্জুবাবার, ট্যুইটারে ভিডিও প্রকাশ
উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরে শিবসেনার হয়ে লড়ছেন ওরলি বিধানসভা কেন্দ্র থেকে। ২৯ বছরের আদিত্যকে ভোটের লড়াই জেতার শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জয় দত্ত।

মুম্বই: ২১ অক্টোবর মহারাষ্ট্রে বিধানসভা নির্বাচান। এই প্রথম ঠাকরে পরিবারের কেউ প্রশাসনিক কোনও পদের জন্য ভোটে লড়ছেন। উদ্ধব ঠাকরে পুত্র আদিত্য ঠাকরে শিবসেনার হয়ে লড়ছেন ওরলি বিধানসভা কেন্দ্র থেকে। ২৯ বছরের আদিত্যকে ভোটের লড়াই জেতার শুভেচ্ছা জানিয়েছেন সঞ্জয় দত্ত। ১৯৯৩ সালে মুম্বই বিস্ফোরণ কাণ্ডে যখন সঞ্জয় গ্রেফতার হন, তখন তাঁর পাশে দাঁড়িয়েছিলেন বাল ঠাকরে। সেই কৃতজ্ঞতা থেকেই হয়ত এখন সঞ্জয় সমর্থন জানিয়েছেন আদিত্যকে।
Shivsena for one and all !!!
Shivsena for Maharashtra !!!
First choice and the best choice ????
Love and support for @AUThackeray Ji heartfelt words by @duttsanjay Dutt Sahab ????
together we can... New Maharashtra !!! pic.twitter.com/zl2nmp0fTZ
— Rahul.N.Kanal (@Iamrahulkanal) October 15, 2019
সঞ্জয় তাঁর ট্যুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তিনি বলেছেন, আদিত্য বাল ঠাকরের পরিবারের সদস্য। তিনি তাঁর ছোটভাইয়ের মতো। সঞ্জয় স্বীকার করেছেন, একসময় তিনি ও তাঁর পরিবারের পাশে দাঁড়িয়েছিলেন বাল ঠাকরে। বালাসাহেব ঠাকরে ছিলেন তাঁর বাবার মতো। ওই ভিডিওতে সঞ্জুবাবা আদিত্য ঠাকরেকে জয় পাওয়ার শুভকামনা জানিয়েছেন। উদ্ধবপুত্র বড় ব্যবধানে ভোটে জিতবেন, এমনই আশাপ্রকাশ করেছেন সঞ্জয়। 'আমাদের দেশের জন্য এমনই যুবার দরকার', মত সঞ্জয় দত্তের। খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















