Saif Ali Khan Attacked: ‘আবর্জনা বেরিয়ে যাওয়াই ভাল, সেফ নাটক করছেন’, অভিনেতাকে নিয়ে বিতর্কিত মন্তব্য মন্ত্রীর
Nitesh Rane: সম্প্রতি নিজের বাড়িতেই হামলার শিকার হন ৫৪ বছরের সেফ।

মুম্বই: সবে হাসপাতাল থেকে ফিরেছেন সেফ আলি খান। এবার তাঁকে নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন মহারাষ্ট্রের মন্ত্রী তথা বিজেপি নেতা নীতেশ রানে। তাঁর দাবি, সেফকে আদৌ ছুরি দিয়ে কোপানো হয়েছিল কি না, তা নিয়ে সন্দিহান তিনি। সেফ ‘নাটক’ করছেন বলেও দাবি করেছেন তিনি। (Saif Ali Khan Attacked)
সম্প্রতি নিজের বাড়িতেই হামলার শিকার হন ৫৪ বছরের সেফ। ছুরি দিয়ে তাঁকে এলোপাথাড়ি কোপায় এক দুষ্কৃতী। সেফের পিঠে এমন ভাবে ছুরি মারে, যে ছুরির তিন ইঞ্চি ভিতরেই রয়ে যায়। মুম্বইয়ের লীলাবতী হাসাপাতালের চিকিৎসকরা জানান, একেবারে শিরদাঁড়া ঘেঁষে ছুরিটি গেঁথে ছিল। একটু এদিক ওদিক হলেই আর উঠে দাঁড়াতে পারতেন না সেফ। (Nitesh Rane)
হাসপাতালে দু’টি অস্ত্রোপচার হয় সেফের। দু’দিন আগে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন অভিনেতা। তবে শারীরিক ধকল চেহারায় ফুটে উঠতে দেননি তিনি। কানের নীচে ব্যান্ডেজ, হাতে কাস্ট নিয়ে হাসিমুখেই হাসপাতাল ছাড়েন তিনি। শুভান্যুধায়ীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতেও দেখা যায় তাঁকে। সেফ তার জন্য প্রশংসাও কুড়োন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু তাঁকে কটাক্ষ করেছেন মহারাষ্ট্রের বন্দর মন্ত্রী নীতেশ।
#WATCH | Pune: Maharashtra Minister Nitesh Rane says, "Look at what Bangladeshis are doing in Mumbai. They entered Saif Ali Khan's house. Earlier they used to stand at the crossings of the roads, now they have started entering houses. Maybe he came to take him (Saif) away. It is… pic.twitter.com/XUBwpwQ6RQ
— ANI (@ANI) January 23, 2025
সেফের শারীরিক অবস্থা নিয়েই শুধুমাত্র কটাক্ষ করেননি নীতেশ, সেফকে তিনি ‘আবর্জনা’ বলেও উল্লেখ করেন। তাঁর বক্তব্য, “মুম্বইয়ে বাংলাদেশিরা কী করছে দেখুন। সেফ আলি খানের বাড়িতে ঢুকে পড়ে। আগে রাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকত, এখন লোকের বাড়িতে ঢুকছে। হতে পারে ওঁকে (সেফকে) নিতে এসেছিল। ভাল হতো…আবর্জনা বের করে নিয়ে যাওয়াই ভাল।”
সেফ নাটক করছেন বলেও গাবি করেন নীতেশ। প্রকাশ্য সভায় তিনি বলেন, “হাসপাতাল থেকে যখন বেরিযে এলেন, দেখলাম। ওঁকে ছুরি মারা নিয়ে সন্দেহ রয়েছে আমার। হতে পারে নাটক করছেন। হাঁটতে হাঁটতেও নাচছিলেন উনি।”
সেখানেই থামেননি নীতেশ। ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টির জিতেন্দ্র আওহাদ, সুপ্রিয়া সুলেকেও নিশানা করেন তিনি। বিশেষ কিছু অভিনেতার ব্য়াপারেই তাঁরা চিন্তিত বলে দাবি করেন। নীতেশের কথায়, “যখনই কোনও খানের কিছু হয়, শাহরুখ খান, সেফ আলি খান আহত হলেই দরদ উথলে পড়ে। ওঁদের নিয়ে কথা বলতে শুরু করেন সকলে। সুশান্ত সিংহ রাজপুতের মতো হিন্দু অভিনেতাদের উপর অত্যাচার হলে কেউ এগিয়ে আসেন না। সেই সময় জিতুউদ্দিন (জিতেন্দ্র), বরামতীর তাই (সুপ্রিয়া) কিছু বলেননি। হিন্দু শিল্পীদের নিয়ে কখনও উদ্বিগ্ন হতে দেখেছেন ওঁদের?”
নীতেশের এই মন্তব্য নিয়ে বিতর্ক শুরু হয়েছে। রাজ্যের উপমুখ্যমন্ত্রী অজিত পওয়া বলেন, “উনি কী বলেছেন জানি না। তবে কিছু মনে হলে স্বরাষ্ট্র দফতরকে জানাতে পারেন উনি। হাসপাতাল থেকে বেরনোর সময় সেফকে দেখে, তাঁর জামাকাপড় দেখে হয়ত কিছু মনে হয়নি। কিন্তু সত্যি সত্যিই ওই ঘটনা ঘটেছে।” মহারাষ্ট্র স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, যিনি নিজেও বিজেপি-র নেতা। তাই নীতেশকে ফড়নবীসের দফতরে যেতে বলেন অজিত।
তবে শুধুমাত্র নীতেশ নন, কংগ্রেস ছেড়ে একনাথ শিন্ডের শিবসেনায় যোগ দেওয়া সঞ্জয় নিরুপমও সেফকে কটাক্ষ করেন সম্প্রতি। তাঁর দাবি ছিল, হাসপাতাল থেকে সেফ যেভাবে বেরিয়ে আসেন, তাতে তাঁর কিছু হয়েছিল বলে মনে হয়নি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
