Ratan Tata: রতন টাটাকে দেওয়া হোক ভারতরত্ন, কেন্দ্রকে আবেদন জানানোর সিদ্ধান্ত মহারাষ্ট্রের মন্ত্রিসভায়
Bharat Ratna To Ratan Tata: প্রয়াত রতন টাটাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করার জন্য সিদ্ধান্ত নেওয়া হল মহারাষ্ট্র বিধানসভায়।
মুম্বই: প্রয়াত শিল্পপতি রতন টাটাকে(Ratan Tata) ভারত রত্ন (Bharat Ratna) দেওয়ার জন্য কেন্দ্রের কাছে আবেদন জানাতে সিদ্ধান্ত নেওয়া হল মহারাষ্ট্রের মন্ত্রিসভায় (Maharashtra cabinet)। বৃহস্পতিবার এই বিষয়ে একটি প্রস্তাব পাস করেছে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নেতৃত্বাধীন মন্ত্রিসভা। সূত্রের খবর, দেশের জনপ্রিয় প্রয়াত এই শিল্পপতিকে যাতে দেশের সর্বোচ্চ অসামরিক সম্মান দেওয়া হয় তার জন্য বৃহস্পতিবার মন্ত্রিসভার বৈঠকে প্রস্তাবটি পেশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের ঘনিষ্ঠ রাহুল কানাল। সর্বসম্মতিতে সেই প্রস্তাবটি পাস হয়ে মহারাষ্ট্র বিধানসভায়।
বুধবার রাতে বয়সজনিত অসুস্থতার কারণে মুম্বইয়ের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি থাকাকালীন প্রয়াত হন ভারতের বিখ্যাত শিল্পপতি রতন টাটা। এরপর বৃহস্পতিবার শিব সেনা নেতা রাহুল কানাল মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-কে একটি চিঠি লিখে বর্ষীয়ান শিল্পপতি ও টাটা সন্সস চেয়ারম্যা এমিরেটাস রতন টাটাকে যাতে কেন্দ্রীয় সরকার মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত করে তার জন্য মহারাষ্ট্র মন্ত্রিসভায় সিদ্ধান্ত গ্রহণের আর্জি জানান।
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে-কে লেখা ওই চিঠিতে রাহুল কানাল উল্লেখ করেন, ভারত রত্ন সম্মান এমন একজন মানুষের জন্য যথার্থ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে যিনি মানবতার প্রতি দয়া, সততা এবং নিঃস্বার্থ সেবামূলক কাজের ক্ষেত্রে মূল্যবোধের প্রতীক।
ওই চিঠিতে তিনি আর উল্লেখ করেছেন, "শ্রী টাটা জি শুধু একজন দূরদৃষ্টি সম্পন্ন নেতাই ছিলেন না একজন সহানুভূতিশীল মানবতাবাদীও ছিলেন। বিপথগামী মানুষের কল্যাণের জন্য তাঁর জনহিতকর প্রচেষ্টা, ভারতজুড়ে তার পাঁচ তারা হোটেলের মাধ্যমে আশ্রয় প্রদান, আমাদের সমাজের কণ্ঠহীন সদস্যদের প্রতি তার প্রতিশ্রুতি প্রদর্শন করে। পাশাপাশি, গরিব মানুষদের জন্য তাঁর ক্যানস্যার হাসপাতাল প্রতিষ্ঠা আর্থ-সামাজিক অবস্থা নির্বিশেষে সকল ব্যক্তির জন্য স্বাস্থ্য এবং মর্যাদার অধিকারের প্রতি তার অটল বিশ্বাসকে প্রদর্শন করে। তাঁর এই অবিস্মরীয় অবদানের জন্য আমি আপনার কাছে মাননীয় রতন টাটা মহাশয়কে ভারত রত্ন দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারকে আবেদন করার অনুরোধ জানাচ্ছি। এর মাধ্যমে মহান ওই মানুষটিকে সম্মান জানানো হলে এই স্বীকৃতি এমন একজন ব্যক্তির জন্য উপযুক্ত শ্রদ্ধা হিসেবে কাজ করবে যিনি মানবতার প্রতি দয়া, সততা এবং নিঃস্বার্থ সেবার মূল্যবোধের প্রতীক।"
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।