India Pakistan News: পহেলগাঁও হামলার পর এবার অনলাইন অ্যাটাক পাকিস্তানের, ১০ লক্ষ বার সাইবার হানা! বহু অ্যাকাউন্ট হ্যাকিংয়ের আশঙ্কা
Pakistan Online Attack: মহারাষ্ট্রের সাইবার ক্রাইম ডিটেকশন উইংসের থেকে তথ্য নিয়ে মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, কাশ্মীরে জঙ্গি হামলার পর এই সাইবার অ্যাটাকের সংখ্যা আরও বেড়েছে বলেই জানান হয়েছে

মুম্বই: পহেলগাঁও-এ ২৫ জন নিরীহ হিন্দুকে খুনের পর ক্ষোভে ফুঁসছে দেশ। এর মধ্যেও থামছে না পাক উস্কানি। যে তথ্য সামনে এসেছে সেখানে দেখা গিয়েছে পহেলগাঁও হামলার পর প্রায় ১০ লক্ষ বার সাইবার হানা হয়েছে ভারতে। মহারাষ্ট্র সাইবার উইংসের তরফে বলা হয়েছে, একাধিক দেশ থেকে এই সাইবার হানা হয়েছে। এর মধ্যে পাকিস্তানের থেকে হ্যাকিংয়ের চেষ্টা হয়েছে সর্বাধিক। মহারাষ্ট্রের সাইবার ক্রাইম ডিটেকশন উইংসের থেকে তথ্য নিয়ে মহারাষ্ট্র পুলিশ জানিয়েছে, কাশ্মীরে জঙ্গি হামলার পর এই সাইবার অ্যাটাকের সংখ্যা আরও বেড়েছে বলেই জানান হয়েছে। মহারাষ্ট্রের সাইবার ডিপার্টমেন্টের অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ যশস্বী যাদব বলেন, 'পহেলগাঁও হামলার পর সাইবার অ্যাটাক বেড়েছে। ভারতের একাধিক ওয়েবসাইট এবং পোর্টালে সাইবার হামলা চালান হচ্ছে। পাকিস্তান ছাড়াও মধ্য এশিয়া, ইন্দোনেশিয়া এবং মরক্কো থেকেও হামলা চালানো হয়েছে।
তিনি বলেন, অনেক হ্যাকিং গ্রুপ নিজেদের ইসলামপন্থী গ্রুপ বলে দাবি করেছে, তিনি আরও বলেন যে এটি সম্ভবত একটি সাইবার যুদ্ধ হতে পারে। মহারাষ্ট্র সাইবার এই আক্রমণগুলিকে অনেকাংশেই প্রতিরোধ করতে পেরেছে, জানিয়েছেন দায়িত্বপ্রাপ্ত অফিসার। নোডাল অফিস সমস্ত সরকারি বিভাগের জন্য একটি পরামর্শ প্রস্তুত করেছে যাতে তাদের সাইবার পরিকাঠামো শক্তিশালী করতে বলা হয়েছেন।
এদিকে, সিন্ধু দিয়ে হয় জল বইবে, না হয় রক্ত। হামলা করলে আবার যুদ্ধের জন্য তৈরি। পুরনো সুরেই ফের একবার ভারতকে হুঁশিয়ারি দিতে শোনা গেল পাকিস্তান পিপল্ স পার্টির চেয়ারম্যান বিলাবল ভুট্টোকে। পহেলগাঁও-কাণ্ডের প্রতিবাদে ১৯৬০-র সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত সরকার। ফের তার পালটা হুঁশিয়ারি দিয়ে বিলাবল বলেছেন, এই সিদ্ধান্ত তাঁরা মানেন না। সিন্ধু তাঁদের ইতিহাস। সিন্ধু আক্রান্ত হলে, যুদ্ধের জন্য তৈরি থাকতে হবে।
পহেলগাঁও সন্ত্রাসে তাদের মদত স্পষ্ট হয়ে যাওয়ার পর থেকে, এমনিতেই ভারতের প্রত্যাঘাতের প্রহর গুনছে আতঙ্কিত পাকিস্তান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পর কড়া বার্তা দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা-ও। অন্যদিকে প্রধানমন্ত্রী পূর্ণ স্বাধীনতা দেওয়ার পর জলে-স্থলে- অন্তরীক্ষে মহড়া আরও জোরদার করেছে ভারতীয় সেনাবাহিনী। এই আবহে বিলাবলের হুঁশিয়ারি, ধমকি দিলে আমরাও যুদ্ধের জন্য তৈরি। তার জন্য চরম সীমায় যেতেও প্রস্তুত।






















