Maharashtra Unlock Guidelines : মহারাষ্ট্রে রাত ১০টা পর্যন্ত হোটেল ও রেস্তোরাঁ খুলে রাখার অনুমতি
কোভিড বিধি আরও শিথিল করল মহারাষ্ট্র সরকার। রাত ১০টা পর্যন্ত খুলে রাখা যাবে হোটেল ও রেস্তোরাঁ। তবে ৫০ শতাংশ আসন পূরণ রাখা যাবে।
মুম্বই : কোভিড বিধি আরও শিথিল করল মহারাষ্ট্র সরকার। রাত ১০টা পর্যন্ত খুলে রাখা যাবে হোটেল ও রেস্তোরাঁ। তবে ৫০ শতাংশ আসন পূরণ রাখা যাবে। দিন দুয়েক আগেই রাজ্যের কোভিড টাস্ক ফোর্সের সঙ্গে একটি বৈঠক করেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। হোটেল, রেস্তোরাঁ ও মলের ক্ষেত্রে কোভিড বিধি শিথিল করা নিয়ে সিদ্ধান্ত নিতে সেই বৈঠক হয়। তার পরই আজ এই খবর প্রকাশ্যে আসে।
ভাইরাসের সংক্রমণ রুখতে এখনও পর্যন্ত এই রাজ্যে বিকেল ৪টে পর্যন্ত হোটেল ও রেস্তোরাঁয় ইন-ডাইনিং ফেসিলিটি রয়েছে। এর পাশাপাশি হোম ডেলিভারি ও টেকঅ্যাওয়ে পরিষেবার সুযোগও রয়েছে।
এই পরিস্থিতিতে শীঘ্রই হোটেল, রেস্তোরাঁ ও হোটেলগুলিতে রাত ১০টা পর্যন্ত স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিওর বা এসওপি লাগুর আশা করা হচ্ছে। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে ধর্মীয় স্থান খোলা যাবে কি না তা নিয়েও আলোচনা করেন। রাজ্যে মার্চ মাস থেকে ধর্মীয় স্থানগুলি বন্ধ রাখা হয়েছে। যদিও টাস্ক ফোর্সের সদস্যদের সঙ্গে বৈঠকের পরও এনিয়ে কোনও নির্দেশ জারি হয়নি।
উল্লেখ্য, করোনা অতিমারির শুরু থেকেই ব্যাপক সংক্রমণ দেখা যায় মহারাষ্ট্রে। এমনকী মার্চ থেকে মে-র মধ্যেও দ্বিতীয় ঢেউয়ে সংক্রমণের হার ব্যাপক হারে বৃদ্ধি পায়। জুনের পর থেকে ধীরে ধীরে বিধি-নিষেধ শিথিল করা হচ্ছে। এই পরিস্থিতিতে খুলেছে সরকারি ও বেসরকারি অফিস। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় সব ধরনের দোকান পুনরায় খোলার অনুমতি দেওয়া হয়েছে। তবে, যে সব জেলায় সংক্রমণ এখনও বেশি রয়েছে সেখানে এসবের ক্ষেত্রে অনুমতি দেওয়া হয়নি।
এপ্রিলে মহারাষ্ট্রে প্রতিদিন প্রায় ৬০ হাজার করে সংক্রমণ দেখা যাচ্ছিল। রাজ্যজুড়ে আতঙ্ক ছড়ায়। ধীরে ধীরে তা কমেছে। সেটা এখন নেমে এসেছে ৫ হাজারে। গত ১০ অগাস্ট রাজ্যে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৫০৫ জন। ৬৮ জনের মৃত্যু হয়েছে। সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে দাঁড়িয়েছে ৬৮ হাজার ৩৭৫ জনে।