Mahatma Gandhi: মহাত্মার মূর্তি ভাঙল নিউইয়র্কে, 'ঘৃণ্য' অপরাধ মন্তব্য ভারতীয় কনস্যুলেটের
Mahatma Gandhi Statue Vandalised: মার্কিন বিদেশ মন্ত্রকে এই বিষয়ে অভিযোগ জমা পড়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
নয়া দিল্লি: শনিবার নিউইয়র্ক সিটির ম্যানহাটনের ইউনিয়ন স্কোয়ার এলাকায় মহাত্মা গান্ধীর আট ফুট উঁচু মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটেছে, এমনটাই খবর সংবাদসংস্থা এএনআই-এর। জাতির জনকের মূর্তি ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে ভারতের বিদেশমন্ত্রকের পক্ষ থেকে। এই কাজকে ‘ঘৃণ্য’ বলেই অভিহিত করা হয়েছে।
বলা হয়েছে কিছু অজানা লোক এই কাজটি করে। বিষয়টি নিয়ে স্থানীয় কর্তৃপক্ষ এবং মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে তাৎক্ষণিক তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এই ঘৃণ্য কাজের জন্য দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে কনস্যুলেট। মার্কিন বিদেশ মন্ত্রকে এই বিষয়ে অভিযোগ জমা পড়েছে। দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে।
প্রসঙ্গত, গান্ধী মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন মহত্মা গান্ধীর ১১৭ তম জন্মবার্ষিকী উপলক্ষে ২ অক্টোবর, ১৯৮৬ সালে এই ৮ ফুট উচ্চ মূর্তিটি দান করেছিল। সেই মূর্তি ভাঙচুরের ঘটনায় হতবাক সকলেই। যদিও মার্কিন মুলুকে গান্ধী মূর্তি ভাঙার ঘটনা এই প্রথম নয়। এর আগে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের একটি পার্কে গান্ধীর আরেকটি মূর্তি ভাঙা হয়েছিল।
স্থানীয় ডেভিস এন্টারপ্রাইজ পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে উত্তর ক্যালিফোর্নিয়ার ডেভিস শহরের সেন্ট্রাল পার্কে অবস্থিত ৬-ফুট লম্বা, ২৯৪ কেজি ব্রোঞ্জের মূর্তিটির গোড়ালিতে করাত কেটে ফেলা হয়েছিল। ২০২০ এর ডিসেম্বরে খলিস্তানি-সমর্থকরা ভারতীয় দূতাবাসের সামনে ওয়াশিংটন, ডিসিতে একটি গান্ধী মূর্তি ভাঙচুর করে।
এর আগে ২৫ মে মিনিয়াপোলিসে আফ্রিকান-আমেরিকান জর্জ ফ্লয়েডের হেফাজতে হত্যার বিরুদ্ধে দেশব্যাপী বিক্ষোভের সপ্তাহে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটে।