India-Pakistan Conflict: উত্তেজনা চরমে, ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে লড়াই করবেন মহেন্দ্র সিংহ ধোনি!
Mahendra Singh Dhoni: ধোনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। ২০১১ সালে এই পদ পান ধোনি।

নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডের (Pahalgam Attack) পর দুই পড়শি দেশের সম্পর্ক একেবারে তলানিতে। আজও ভারত ও পাকিস্তানের মধ্যে ঘাত-প্রত্যাঘাতের পালা অব্যাহত। যুদ্ধের সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এরই মাঝে কিছু কিছু দেশবাসী মনে সংশয়, মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni) কি যুদ্ধ হলে ভারতীয় সেনার হয়ে লড়তে নামবেন?
হঠাৎ এই জল্পনা, সংশয়ের কারণ কী? কারণ হল ভারতীয় বিশ্বজয়ী অধিনায়ক আর্মির সঙ্গে জড়িত। ধোনি ভারতীয় টেরিটোরিয়াল আর্মির প্যারাশুট রেজিমেন্টের সাম্মানিক লেফটেন্যান্ট কর্নেল। ২০১১ সালে এই পদ পান ধোনি। সাধারণত টেরিটোরিয়াল আর্মিকে সরাসরি যুদ্ধের মাটিতে দেখা যায় না। তবে বর্তমান পরিস্থিতিতে যদি সত্যিই ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ বাঁধে তাহলে সেখানে টেরিটোরিয়াল আর্মি দেশের স্বার্থে যুদ্ধে ঝাঁপাতে পারে। এই বিষয়ে ইতিমধ্যেই সবুজ সংকেতও মিলেছে বলে শোনা যাচ্ছে। সেক্ষেত্রে কর্নেল ধোনি কী করবেন, সেই প্রশ্নই তাঁর অনুরাগীদের মনে ঘোরাফেরা করছে।
এই টেরিটোরিয়াল আর্মিতে কিন্তু ধোনির পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও যোগ দিতে পারেন। ধোনি অতীতে ২০১৯ সালে আর পাঁচজনের মতোই আর্মির পোশাক গায়ে পেট্রোলিংয়ের মত কাজ করেন। গ্রাউন্ড ট্রেনিংও করেছিলেন তিনি। তবে খুব হেরফের না হলে টেরিটোরিয়াল আর্মির যুদ্ধ লাগলেও সেই যুদ্ধে অংশগ্রহণের সম্ভাবনা কমই। তবে অত্যন্ত প্রয়োজনে তাঁরাও যুদ্ধক্ষেত্রে নামেন। তাই ধোনিকে যুদ্ধ পরিস্থিতিতে লড়াই নামতে হলেও, হতে পারে।
তবে এখনও সরাসরি যুদ্ধ বাঁধেনি, অবশ্য পাক হামলার পাল্টা দেওয়ার পালা কিন্তু চলছেই। খবর অনুযায়ী সম্প্রতি শ্রীনগর, আখনুর, উধমপুরে শোনা গিয়েছে বিস্ফোরণের শব্দ। জবাবে জম্মুর কাছে একের পর এক জঙ্গি লঞ্চ প্যাড ধ্বংস করেছে ভারত। বারামুলা থেকে ভূজ, ২৬টি জায়গায় পাক ড্রোন হামলা, ব্যর্থ করেছে ভারত। পাক সেনার এয়ারবেসে আকাশপথে ভারত হামলা চালিয়েছে বলে জানানো হয়েছে সেনার তরফে। এ ছাড়া, সুক্কুর এবং চুনিয়ায় পাক সেনাঘাঁটি, পসরুর এবং শিয়ালকোটের বিমান ঘাঁটিতেও হয়েছে হামলা।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকের পর তিন সেনাপ্রধানের সঙ্গে বৈঠক সেরেছেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন প্রতিরক্ষামন্ত্রী, চিফ অফ ডিফেন্স স্টাফও। কোনও জঙ্গি কার্যকলাপই যুদ্ধ হিসেবে গণ্য হবে। এরই মাঝে সূত্রের খবর, কেন্দ্রের তরফে বলা হয়েছে, 'এ-দেশে যে কোনও জঙ্গি কার্যকলাপ ভারতের বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য হবে'। সব মিলিয়ে পরিস্থিতিতে যে বেশ উত্তপ্ত, তা কিন্তু বলাই বাহুল্য।






















