Earthquake : ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়, একের পর এক দেশে বিধ্বংসী সুনামি সতর্কতা, তছনছ হতে পারে উপকূল
আছড়ে পড়তে পারে দৈত্যাকার ঢেউ । ভূমিকম্পের পরে প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। হাই অ্যালার্ট মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ অন্যান্য দেশে।

ভোর রাতে ভয়ঙ্কর ভূমিকম্প রাশিয়ায়। দেশের পূর্ব উপকূলে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প । রিখটার স্কেলে মাত্রা ছিল ৮ দশমিক ৭ । ভূমিকম্পের পর জারি করা হয়েছে হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা । বুধবার (৩০ জুলাই) ভোর রাতে রাশিয়ার পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি শহর থেকে ১২৫ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে ১৯ দশমিক ৩ কিলোমিটার গভীরে। জানিয়েছে সংবাদ সংস্থা রয়টার্স।
ভূমিকম্পের পরে প্রশান্ত মহাসাগরে সুনামির সতর্কতা জারি করা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র, জাপান সহ অন্যান্য দেশে আঘাত আছড়ে পড়তে পারে দৈত্যাকার ঢেউ । সংবাদ সংস্থা এএফপি অনুসারে, মার্কিন সুনামি কেন্দ্র জানিয়েছে যে হাওয়াই এবং রাশিয়ায় তিন মিটার পর্যন্ত উঁচু ঢেউ আছড়ে পড়তে পারে। কামচাটস্কির গভর্নর ভ্লাদিমির সোলোডভ মেসেজিং অ্যাপ টেলিগ্রামে পোস্ট করা একটি ভিডিওতে বলেন, এই ভূমিকম্প কয়েক দশকের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং ভয়াবহ।
ইউএসজিএস জানিয়েছে, রাশিয়ার পূর্বাঞ্চলীয় পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি উপকূলের কাছে ৮ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পর হাওয়াই ও আলাস্কায় সুনামি সতর্কতা জারি করেছে প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। প্রাথমিক ভাবে পাওয়া তথ্য অনুসারে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এর আগে, গত ২০ জুলাই রাশিয়ার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। রিখটার স্কেলে মাত্রা ছিল ৭ দশমিক ৪ ।
ক্ষয়ক্ষতি সম্পর্কে বিস্তারিত জানা না গেলেও, বেশ কিছু ভিডিও সামনে এসেছে। কয়েকটি ভিডিওয় দেখা গিয়েছে, ভূমিকম্প র সময় উপকূলবর্তী এলাকার বাড়িঘর দুলতে শুরু করে। ভূমিকম্পের সময় বেশ কয়েকটি বাড়ির আসবাবপত্র কাঁপতে থাকে কিছু ক্ষণধরে। মেঝেতে পড়ে ভেঙে চুরমার হয়ে যায় ক্রকারিজ। এছাড়া একটি কিন্ডারগার্টেন স্কুল বাড়ি ধসে পড়ার ভিডিও প্রকাশ্যে এসেছে।
সুনামি আশঙ্কা কোথায় কোথায়
সুনামি আছড়ে পড়ার আশঙ্কা, জাপানের হোক্কাইডো, আমেরিকার আলাস্কা এবং হাওয়াই দ্বীপপুঞ্জে। চিলি, সলোমন দ্বীপপুঞ্জ ও ইকুয়েডরেও ১-৩ মিটার উচ্চতায় ঢেউ আছড়ে পড়ার সম্ভাবনা। ভূকম্পনস্থলের আশেপাশে রাশিয়া ও আমেরিকার পারমাণবিক কেন্দ্র রয়েছে। জাপানে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্র খালি করে দেওয়া হয়েছে। টোকিও উপসাগর ও ওসাকাতেও সুনামি সতর্কতা জারি করেছে প্রশাসন। টোকিওয় আমেরিকার দূতাবাস খালি করার নির্দেশ দেওয়া হয়েছে। লস অ্যাঞ্জেলেসেও সুনামি সতর্কতা জারি।






















