Malda Medical College Recruitment: মালদা মেডিক্যাল কলেজে নিয়োগ, আবেদনের শেষ তারিখ কবে ?
রাজ্যের কোভিড পরিস্থিতির জেরে জরুরি ভিত্তিতে শুরু হয়েছে হাসপাতালে নিয়োগ। এবার ৮০টি পদে নিয়োগ করবে মালদা মেডিক্যাল কলেজ। ২মাসের জন্য চুক্তি ভিত্তিতে হবে এই নিয়োগ।
মালদা : রাজ্যের কোভিড পরিস্থিতির জেরে জরুরি ভিত্তিতে শুরু হয়েছে হাসপাতালে নিয়োগ। এবার ৮০টি পদে নিয়োগ করবে মালদা মেডিক্যাল কলেজ। ২ মাসের জন্য চুক্তির ভিত্তিতে হবে এই নিয়োগ।
কোথায়-কীভাবে আবেদন ?
গত ৭ মে রাজ্য সরকারের তরফে জারি হয়েছে এই বিজ্ঞপ্তি। আগামী ১২ মে-র মধ্যে নিজেদের ডকুমেন্ট জমা দিতে হবে আবেদনকারীদের। সেখানে নিজের পুরো বায়োডাটা ছাড়াও যোগ্যতার প্রামাণ্য অ্যাটেসটেড কপি পাঠাতে হবে। অনলাইনে আবেদনকারীরা covidmaldamch@gmail.com-এ মেইল পাঠাবেন। সেখানে নির্দিষ্ট পোস্টের নাম লিখে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীদের।
কী কী পদে নিয়োগ হবে ?
মেডিক্যাল অফিসার
এখানে জেনারেল ডিউটির জন্য রয়েছে ৮টি পদ। বাকি সিসিইউ ও এইচডিইউ-এর জন্য বরাদ্দ ৪টি পদ। মেডিক্যাল অফিসার পদের জন্য মাসে ৪০ হাজার টাকা বেতন দেওয়া হবে। এই পদে আবেদনের জন্য ৪০ ঊর্ধ্বের কোনও আবেদনকারীকে নেওয়া হবে না।
বিশেষজ্ঞ ডাক্তার
মেডিসিনের ক্ষেত্রে মালদা মেডিক্যাল কলেজে ৩ জনকে নিয়োগ করা হবে। এছাড়াও অ্যানাস্থেসিয়া ও রেসপিরেটরি মেডিসিনের জন্য যথাক্রমে দুই ও তিনজনকে নিয়োগ করবে হাসপাতাল। এদের সবার ক্ষেত্রেই মাসিক বেতন ৫০ হাজার টাকা। বয়স ৪০ পেরোলে চলবে না। ১.৫.২০২১-এর মধ্যে বয়স ৪০-এর মধ্যে থাকতে হবে।
স্টাফ নার্স
সব মিলিয়ে ৬০ জন নার্সকে নিয়োগ করবে হাসপাতাল। এঁদের সবার বেতন ধরা হয়েছে মাসে ১৭,২২০ টাকা। এঁদের ক্ষেত্রেও বয়সের ঊর্ধ্বসীমা ৪০।
#নিযুক্ত ব্যক্তিদের মালদা মেডিক্যাল হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারে কাজ করতে হবে।
শিক্ষাগত যোগ্যতা
মেডিক্যাল অফিসারের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা অবশ্যই মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমবিবিএস ডিগ্রি। মেডিসিন পদে নিয়োগের জন্য প্রার্থীকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমডি বা ডিএনবি উত্তীর্ণ হতে হবে। অ্যানাস্থেসিয়া পদের আবেদনকারীকেও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে এমডি বা ডিএনবি পাশ করা বাধ্যতামূলক। রেসপিরেটরি মেডিসিন পদে আবেদনকারীকে এমডি বা ডিএনবি অথবা ডিটিসিডি উত্তীর্ণ হতে হবে। এই ক্ষেত্রে আবেদনকারী যেন অবশ্যই কোনও মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনও প্রতিষ্ঠান থেকে নিজের ডিগ্রি লাভ করেন। নার্সিং স্টাফদের জন্য জিএনএম অথবা বিএসসি ইন নার্সিং কমপ্লিট করতে হবে। তা যেন স্টেট নার্সিং কাউন্সিল বা অন্য কোনও রাজ্যের নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত হয়।
Education Loan Information:
Calculate Education Loan EMI