Utsashree portal : শিক্ষকদের বাড়ির কাছে বদলির উদ্যোগ রাজ্যের, "উৎসশ্রী" পোর্টালের ঘোষণা মুখ্যমন্ত্রীর
শিক্ষকদের বাড়ির কাছে বা নিজের জেলায় বদলির জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। এবার "উৎসশ্রী" পোর্টালের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা : শিক্ষকদের বাড়ির কাছে বা নিজের জেলায় বদলির জন্য বিশেষ উদ্যোগ রাজ্য সরকারের। এবার "উৎসশ্রী" পোর্টালের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি বলেন, "শিক্ষকদের জন্য চালু হচ্ছে উৎসশ্রী প্রকল্প। যাঁরা নিজেদের জেলায় বদলি চান, বা বাড়ির সামনে কোনও স্কুলে তাঁদের ক্ষেত্রে। তবে দশজনে যদি এক জায়গায় চান, সেটা তো সম্ভব নয়। এটা অ্যাডজাস্ট-রিঅ্যাডজাস্ট করতে হবে। আমি আগেই বলেছিলাম, শিক্ষকদের যাতে দূরে যেতে না হয়। অন্তত যতটা সম্ভব তাঁদের কাছাকাছি করা যায় সেটা দেখার জন্য একটা পোর্টাল হচ্ছে। যেখান শিক্ষকরা নিজেরাই আবেদন করতে পারবেন। শিক্ষা দফতর সেই অনুযায়ী ব্যবস্থা নেবে। এই পোর্টালটির নাম উৎসশ্রী। যেহেতু শিক্ষার ব্যাপার এবং শিক্ষা সমস্ত কিছুর উৎস, তাই এটার নাম দেওয়া হয়েছে উৎসশ্রী।"
প্রায়ই শিক্ষকদের বাড়ি থেকে অনেক দূরের স্কুলে শিক্ষকতা করতে যেতে হয়। ফলে, অনেকেরই সমস্যা হয়। এই ইস্যু নিয়ে অনেক শিক্ষক-শিক্ষকরাই নিজস্ব দাবিদাওয়া রয়েছে। এই পরিস্থিতিতে গত বছর শিক্ষকদের মিউচুয়াল ট্রান্সফারের একটি পোর্টাল উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সেই সময় ঠিক হয়েছিল, স্কুল শিক্ষকদের বদলি এবার থেকে হবে অনলাইনে। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষকদের বদলির জন্য আর স্কুলের এনওসি লাগবে না। মিউচুয়্যাল বদলির ক্ষেত্রে দিতে হবে না ইন্টারভিউ। আবেদনের নামে নেওয়া যাবে না কোনও টাকা। এই সংক্রান্ত পোর্টাল চালু হয় গত বছর ৭ অক্টোবর। এর পর আজ উৎসশ্রী পোর্টালের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী।
প্রসঙ্গত, করোনাকালে দীর্ঘদিন স্কুল-কলেজ বন্ধ রয়েছে। বাতিল হয়ে যায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষা। গত মঙ্গলবার মাধ্যমিকের ফল প্রকাশিত হয়। পাসের হার ১০০ শতাংশ। আজ প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফল। পাস করেছে ৯৭.৬৯ শতাংশ ছাত্রছাত্রী।
এদিকে করোনা সংক্রমণ ধীরে ধীরে নিয়ন্ত্রণে আসার সঙ্গে সঙ্গে বিধি-নিষেধও শিথিল হয়েছে অনেক। এই পরিস্থিতিতে কবে থেকে ফের স্কুলের পঠন-পাঠন শুরু হবে সেদিকে মুখিয়ে সকলেই।