Mamata Banerjee Delhi Visit : উত্তপ্ত ত্রিপুরা আবহেই চারদিনের দিল্লি সফরে মমতা, মোদির সঙ্গে বৈঠক
Modi-Mamata Meet : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবারের সফরসূচিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা।
কলকাতা : উত্তপ্ত ত্রিপুরা (Tripura), যার আঁচ পড়েছে রাজধানীতেও। সোমবার সকালেই দিল্লিতে (New Delhi) ধর্নায় বসেন তৃণমূল কংগ্রেস (TMC) সাংসদরা। বিপ্লব দেবের রাজ্যের পরিস্থিতি নিয়ে অভিযোগ জানাতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে দেখা করার সময় চেয়েও পাননি তারা। এর মাঝেই সোমবারই চারদিনের দিল্লি সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোমবার দুপুরে কলকাতা বিমানবন্দর (Kolkata Airport) থেকে রাজধানীর উদ্দেশ্যে বিমান ধরার কথা তৃণমূল সুপ্রিমোর। এদিন বিকেলে সন্ধে নাগাদ দিল্লি পৌঁছে যাবেন তিনি। কলকাতায় ফিরবেন বৃহস্পতিবার। তবে সোমবার সেভাবে কোনও কর্মসূচি নেই তাঁর। যদিও জাতীয় রাজনীতিতে আপাতত আলোচনার কেন্দ্রবিন্দুতে তাঁর বাকি সফরের সময়টা। আরও ভাল করে বললে, যাবতীয় গুঞ্জন মোদি-মমতা বৈঠক।
মুখ্যমন্ত্রীর এবারের সফরসূচিতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সঙ্গে সাক্ষাত। বুধবার যে বৈঠক হবে। পাশাপাশি বিরোধী (Opposition Leaders) নেতা-নেত্রীদের সঙ্গেও তাঁর আলোচনার সম্ভাবনা রয়েছে তাঁর। যদিও কোনও পক্ষ থেকেই নিশ্চিতভাবে এখনও জানানো হয়নি মুখ্যমন্ত্রীর বিস্তারিত সফরসূচি সম্পর্কে। এর আগে গত জুলাই মাসের শেষে চারদিনের সফরে দিল্লি গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পাশাপাশি সনিয়া ও রাহুল গাঁধীর সঙ্গেও বৈঠক করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
পেগাসাস কাণ্ড (Pegasus Issue) নিয়ে সে-সময় উত্তাল ছিল জাতীয় রাজনীতি। আর আপাতত দেশজুড়ে আলোচনা তিন কৃষি আইন প্রত্যাহার নিয়ে। বরাবর কেন্দ্রের বিজেপি সরকারের যে আইন প্রণয়নের তীব্র বিরোধীতা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে তিন আইন প্রত্যাহারের কথা বললেও সাংসদে তা সরকারিভাবে সিলমোহর না পাওয়া পর্যন্ত যখন আন্দোলনে অনড় কৃষকরা, সেই সময়ই মুখ্যমন্ত্রীর এই দিল্লিসফর বেশ তাৎপর্যপূর্ণ। কৃষক নেতাদের বাংলার মুখ্যমন্ত্রী দেখা করেন কি না সেটাও দেখার। পাশাপাশি আলোচনার কোন কোন বিরোধীদের সঙ্গে তিনি দেখা করতে পারেন সেটাও। কারণ, গত জুলাইয়ে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধী ও রাহুল গাঁধীর সঙ্গে সাক্ষাতে একত্রে লড়াইয়ের বার্তা থাকলেও তারপর থেকে পরিস্থিতি অনেকটা বদলেছে। সরাসরি কংগ্রেসকে আক্রমণ শানিয়ে একক শক্তিকে বিজেপি বিরোধী দল হয়ে ওঠার পথে পা বাড়িয়েছে তৃণমূল।