Mamata Banerjee: অম্বানির বিয়েতে অতিথি মমতা, আজই মুম্বইয়ে, কাল যোগ দেবেন অনুষ্ঠানে
Mamata Banerjee in Ambani Wedding: ১১ জুলাই মুম্বই পৌঁছচ্ছেন মমতা। আগামীকাল যোগ দেবেন বিয়ের অনুষ্ঠানে।
কলকাতা: মুকেশ অম্বানির ছোট ছেলে অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের (Anant Ambani and Radhika Merchant's wedding) বিয়ের অনুষ্ঠান নিয়ে এখন সরগরম সারা দেশ, বিশেষ করে মুম্বই। বৃহস্পতিবার কলকাতা থেকে আরবসাগর পাড়ের সেই শহরেই উড়ে গেলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আগামীকাল যোগ দেবেন বিয়েতে, জানালেন নিজেই।
আজ ১১ জুলাই কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে মুম্বই গিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সরকারি সূত্র অনুযায়ী, এদিন বিকেলের আগেই মুম্বই পৌঁছন মমতা। আজ, মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সের একটি হোটেলেই থাকছেন তিনি। সূচি অনুযায়ী, আগামীকাল অর্থাৎ ১২ জুলাই সন্ধেবেলায় বান্দ্রা-কুরলা কমপ্লেক্সের জিও সেন্টারে ওই অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা। তার আগে বিকেলে কিছু মিটিংয়ের জন্য সময় নির্দিষ্ট করা রয়েছে। সেদিনও মুম্বইয়ে থাকছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। ১২ জুলাই অনন্ত অম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। বান্দ্রা-কুরলার জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ওই বিয়ের অনুষ্ঠান হতে চলেছে। ১৩ জুলাই মুম্বই থেকে বিমানে কলকাতা ফিরছেন মুখ্যমন্ত্রী। এদিন নিজেই জানিয়েছেন সেই কথা।
এই মুম্বই সফরে অবশ্য রাজনৈতিক সাক্ষাৎ-এর পরিকল্পনাও ছিল বলে সূত্রের খবর। তিনি নিজেই জানালেন সেই কথা। শরদ পওয়ারের (Sharad Pawar) সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন তিনি। অখিলেশ যাদব থাকতে পারেন, সম্ভব হলে তাঁর সঙ্গে দেখা হতে পারে বলে জানালেন তিনি। সামনেই সংসদে বাজেট অধিবেশন। ২২ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত চলবে সেই অধিবেশন। তার আগে INDIA জোট বৈঠক হতে পারে বলে মনে করা হচ্ছে। বাজেট অধিবেশনে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের মোকাবিলার ব্লু-প্রিন্ট তৈরি করার জন্য মুম্বইয়ে বিরোধী জোটের নেতাদের মধ্যে কথা হতে পারে বলে মনে করা হচ্ছে।
এর আগেও বহুবার সংসদে বিজেপির বিরোধিতা করার জন্য বাকি অবিজেপি দলগুলিকে নিয়ে একসঙ্গে চলার উদ্যোগ দেখিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে INDIA জোট তৈরির সময় অত্যন্ত সক্রিয় ছিলেন মমতা নিজেই। ভোটের সময় বাংলার ক্ষেত্রে আলাদা লড়লেও, মাঝে মাঝে কংগ্রেসের সঙ্গে সম্পর্কে শৈত্য এলেও, জোটের বাকি দলগুলির সঙ্গে কখনও দূরত্ব হয়নি তৃণমূলের। নতুন সরকার তৈরির পরে দিল্লিতে শপথগ্রহণের সময় গিয়েছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়। সেই সময় অখিলেশ যাদব, রাঘব চাড্ডার সঙ্গে দেখাও করেছিলেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: সরছে বুধ! শীঘ্রই ফুলেফেঁপে উঠবে ৪ রাশি! বাকিগুলিতে বিপদের আভাস?