Viral News : ১ লক্ষ টাকা বিনিয়োগে ৮০ কোটি টাকা লাভ ! বাবার কেনা শেয়ারে রাতারাতি কপাল খুলে গেল ব্যক্তির
JSW Steel Share : ৩০ বছর ধরে রয়েছে এই শেয়ার। ফল যা হওয়ার তা-ই নল। সেই শেয়ারের মূল্য এক গিয়ে পৌঁছেছে কোটি কোটি টাকায়।

নয়াদিল্লি : একেই বলে ভাগ্যের জোর। রাতারাতি একেবার কোটি কোটি টাকা লাভ। পুরনো এক শেয়ার সার্টিফিকেট কপাল ঘুরিয়ে দিল ব্যক্তির। যা নিয়ে শোরগোল পড়ে গেল নেট দুনিয়ায়।
১৯৯০ সালে ১ লক্ষ টাকার একটি জেএসড্বলু স্টিলের শেয়ার সার্টিফিকেট কিনে রেখেছিলেন বাবা। সম্প্রতি সেটি হাতে লাগে ছেলের। ব্যস, কেল্লাফতে। ৩০ বছর ধরে রয়েছে এই শেয়ার। ফল যা হওয়ার তা-ই নল। সেই শেয়ারের মূল্য এক গিয়ে পৌঁছেছে কোটি কোটি টাকায়। দীর্ঘমেয়াদি বিনিয়োগ যে কী লাভ দিতে পারে, তার উৎকৃষ্ট উদাহরণ এই ঘটনা। ধৈর্য্য ধরে লং টার্মে বিনিয়োগ করলে যে প্রচুর অর্থ লাভ করা যায়, তা নিয়েই এখন নেট দুনিয়ায় শুরু হয়েছে চর্চা।
এক্স হ্যান্ডেলে একটি পোস্টে বিনিয়োগকারী জনৈক সৌরভ দত্ত এক Reddit ব্যবহারকারীর উত্তরাধিকারী সূত্রে তাঁর বাবার কাছ থেকে JSW Steel শেয়ার সার্টিফিকেট পাওয়ার অভিজ্ঞতার কথা লিখেছেন। ১৯৯০ সালে ১ লক্ষ টাকায় ওই শেয়ার কেনা হয়েছিল। আজ যার অর্থমূল্য প্রায় ৮০ কোটি টাকা।
Guy on Reddit discovered JSW shares bought by his dad in the 1990s for ₹1L.
— Sourav Dutta (@Dutta_Souravd) June 7, 2025
Worth ₹80Cr today.
Power of buy right sell after 30yrs. pic.twitter.com/mZTpGt4LII
এক্স হ্যান্ডেলে অনেকেই এনিয়ে চর্চা করছেন। দীর্ঘমেয়াদি বিনিয়োগের উপকারিতা নিয়ে অনেকেই তাঁদের মতামত শেয়ার করেছেন। ওই Reddit ব্যবহারকারীকে অভিনন্দন জানিয়েছেন কেউ কেউ। অনেকেই নিজের নিজের কৌশলের কথা শেয়ার করেছেন। এক ইউজার লিখেছেন,"এখন উনি অবসর নিতে পারেন । শান্তিতে নিজের জীবন কাটাতে পারেন। এটা দিয়ে ভাল ব্যবসাও করতে পারেন। ওঁকে অনেক অভিনন্দন জানাচ্ছি।" অপর একজন লিখেছেন, অনেকেই বোঝেন না, "কীভাবে স্টক ভাঙে, সময়ের সঙ্গে সঙ্গে কীভাবে বোনাস ও ডিভিডেন্ড পাওয়া যায়।"
তৃতীয় একজন লিখছেন, "যেটা ভাল চলছে সেটা বিক্রি করে দেওয়ার জন্য তাড়াহুড়ো করবেন না। যদি মৌলিক বিষয়গুলো অক্ষুণ্ণ থাকে, তাহলে সময়কে ভারী কাজ করতে দিন। এটি কেবল বিনিয়োগ নয়, এটি উত্তরাধিকার সৃষ্টি।" চতুর্থ একজন লিখছেন, "ভাই, কারো যদি ১৯৯০ সালে ১ লক্ষ টাকা ফেলে রাখার থাকে এবং পরে তা ভুলে যান, তাহলে নিশ্চিতভাবেই সেই পরিবারটা বড়লোক, তাতে আজকের দিনে শেয়ার ভ্যালু যা-ই হোক না কেন।"






















