Crime News : ভয়ঙ্কর! জলের কন্টেনারে প্রস্রাব করে রাখত দারোয়ান, যন্ত্রণাদায়ক ভাইরাসে সংক্রমিত মহিলা
হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ১ (HSV-1) এ আক্রান্ত হয়ে ওই মহিলা চূড়ান্ত অসুস্থ হয়ে পড়েন। তারপরই অভিযোগ জানান পুলিশের কাছে।

মহিলাদের পানীয় জলের বোতলে প্রস্রাব করার অপরাধে ৬ বছর সাজা হল দারোয়ানের। একটি চিকিৎসা কেন্দ্রে দ্বাররক্ষীর কাজ করতেন ওই ব্যক্তি। তিনিই ওই ঘৃণ্য ঘটনা ঘটান। তারপর ওই বোতল থেকে পানীয় পান করে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ১ (HSV-1) এ আক্রান্ত হয়ে ওই মহিলা চূড়ান্ত অসুস্থ হয়ে পড়েন। তারপরই অভিযোগ জানান পুলিশের কাছে।
আদালতের নথি উদ্ধৃত করে 'দ্য ইন্ডিপেন্ডেন্ট'-এ একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সেখানে উল্লেখ, হিউস্টনের একটি চিকিৎসা কেন্দ্রে এক সময় দারোয়ানের কাজ করতেন লুসিও ক্যাটেরিনো ডায়াজ। তার মানসিকতা এতটাই বিকৃত যে, মহিলারা যে সব বোতল থেকে জল খান, সেখানেই প্রস্রাব করে ভরে রাখে সে। সেই বেতল থেকে পানীয় খেয়ে চূড়ান্ত অসুস্থ হয়ে পড়েন এক মহিলা। তারপরই বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়। পুলিশ তাকে গ্রেফতার করে। সূত্রের দাবি, পুরো ঘটনার কথা স্বীকার করে নিয়েছে অভিযুক্ত ডায়াজ।
এই প্রথমবার নয়, ডায়াজ এর আগেই অপরাধ করে ২ বছর জেল খেটেছে। এর আগে ২০২২ সালে. ইস্ট ফ্রিওয়ে-এর আশেপাশে এক ডাক্তারের চেম্বারে একটি অপরাধ ঘটিয়ে দুই বছরের কারাদণ্ড হয়েছিল তার। কিন্তু তাতে তার বিন্দু বিসর্গ অনুশোচনা হয়নি। বরং এবার আরও নোংরা কাজ করেছে সে। মহিলাদের জন্য রাখা একটি ৫ লিটারের জলের কন্টেনারে প্রস্রাব করে রেখে দেয় সে। সেই জল খেয়েই ছড়ায় সংক্রমণ।
অভিযোগ, ২০২২ সালের ৩০ অগাস্ট এক মহিলা প্রথমে সেখান থেকে জল ভরতে গিয়ে দুর্গন্ধ পান। তারপর সেই জল থেকে জঘন্য স্বাদও পান। তারপরই তিনি পুলিশকে বিষয়টি জানান। একদিন নয়, বারবার এই একই অভিজ্ঞতা হতে থাকে তাঁর। কিন্তু অফিসে ক্যামেরা ছিল না। তাই অভিযোগকারিনী নিজেই অনলাইনে একটি ছোট ক্যামেরা কেনেন। তারপর গোপনে নজরদারি চালান ওই কনটেনারের ওপর। তারপর ক্যামেরায় যা ধরা পড়ে, তা দেখে গা ঘিন ঘিন করে ওঠে তাঁর। কল্পনার চেয়েও ভয়ঙ্কর ছিল ক্যামেরাবন্দি দৃশ্য।
আদালতের নথি অনুযায়ী, ক্যামেরায় লুসিও ডায়াজকে বোতলে প্রস্রাব করতে দেখা যায় । এরপর ওই মহিলা অসুস্থ হয়ে পড়েন। তাঁর শরীরে হারপিস সিমপ্লেক্স ভাইরাস টাইপ ১ ধরা পড়ে। ওই মহিলার অভিযোগের প্রেক্ষিতে গ্রেফতার করা হয় ডায়াজ করে। মার্কিন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
