বন্ধুর তিন বছরের শিশুকন্যাকে ৮ তলা থেকে ছুঁড়ে হত্যা, মুম্বইয়ে গ্রেফতার ব্যক্তি
শিশুটি বিল্ডিংয়ের নীচে থাকা একটি গাড়ির বোনেটের ওপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মুম্বই: ৮ তলা থেকে বন্ধুর তিন-বছরের শিশুকন্যাকে ছুঁড়ে ফেলে দেওয়ার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ মুম্বইয়ের কোলাবায়। পুলিশ জানিয়েছে, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ কোলাবার একটি বহুতলের বাসিন্দা নিহত শিশুর পরিবারের সঙ্গে দেখা করতে যান অভিযুক্ত ব্যক্তি অনিল চুকানি। পুলিশ জানতে পেরেছে, অভিযুক্ত ও শিশুর বাবা স্কুলের বন্ধু। সেই সূত্রে তাকে ভেতরে বসানো হয়। সেই সময় শিশুর বাবা-মা ছিলেন না। বাড়িতে ছিলেন ঠাকুমা ও শিশুদের দেখভালের পরিচারিকা। অভিযোগ, একটি ঘরে শিশুকে নিয়ে গিয়ে ভিতর দিয়ে দরজা আটকে দেয় চুকানি। বারবার বলা সত্ত্বেও দরজা খোলেনি। কিছুক্ষণ পর, ঘর থেকে চিৎকার শুরু হয়। অভিযোগ, এরপরই জানালা দিয়ে ওই শিশুকে বাইরে ছুঁড়ে ফেলে দেয় অভিযুক্ত। শিশুটি বিল্ডিংয়ের নীচে থাকা একটি গাড়ির বনেটের ওপর আছড়ে পড়ে। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, বাঁচানো সম্ভব হয়নি। অভিযুক্ত অনিল চুকানিকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার মামলা দায়ের করা হয়েছে। কেন সে এই ভয়াবহ ঘটনা ঘটাল, তা খতিয়ে দেখা হচ্ছে।