Madhya Pradesh: কোন ধর্ম, বলতে না পারায় বিশেষভাবে সক্ষম ব্যক্তিকে পিটিয়ে খুন, কাঠগড়ায় বিজেপি নেতা
Madhya Pradesh Incident: ভিডিয়ো-তে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির কাছে আধার কার্ড চাইছেন বিজেপি নেতা। না দিতে পারায় ক্রমাগত চড়-থাপ্পড় মারা শুরু হয়।
ভোপাল: ধর্মীয় পরিচয় বলতে না পারায় মধ্যপ্রদেশের (Madhyapradesh) নীমাচে জৈন সম্প্রদায়ের এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বিজেপি (BJP) নেতা ও তাঁর সঙ্গীদের বিরুদ্ধে। ষাটোর্ধ্ব ওই বিশেষভাবে সক্ষম ব্যক্তির মৃত্যুতে শোরগোল পড়েছে।
কী জানা গিয়েছে?
মৃতের নাম ভঁবরলাল জৈন। ওই ব্যক্তি বিশেষ চাহিদা সম্পন্ন। মারধরের ভিডিয়ো ভাইরাল। ভিডিয়ো-তে দেখা যাচ্ছে, ওই ব্যক্তির কাছে আধার কার্ড চাইছেন বিজেপি নেতা। না দিতে পারায় ক্রমাগত চড়-থাপ্পড় মারা শুরু হয়। ওই ভিডিওতে এও দেখা যায় এক ব্যক্তি ভঁবরলাল জৈনকে হিন্দিতে বলছেন, "তেরা নাম মহম্মদ হ্যায়? আধার কারত্রড দিখা।"
আরও পড়ুন, ভারতের পরিস্থিতিও শ্রীলঙ্কার মতো হতে পারে’, লন্ডনে একটি অনুষ্ঠানে মোদি সরকারকে নিশানা রাহুলের
নিজের ধর্ম বলতে অপারগ ওই ব্যক্তিকে এরপর মারতে দেখা যায়। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। এদিকে, পরিবারের দাবি, ১৫ মে বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই ব্যক্তি। গত পাঁচদিন ধরে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন।
क्या नाम बता रहे हे मोहम्मद ? मोहम्मद नाम हे? (चांटा) सही नाम आधार कार्ड निकाल क्या नाम है ? (चांटा) और इस तरह नीमच के मनसा थाना छेत्र में एक मानसिक रूप से कमज़ोर व्यक्ति भंवरलाल जैन की मोहम्मद होने के शक में कथित रूप से मारपीट कर हत्या कर दी गई।@TheQuint @QuintHindi pic.twitter.com/YUL8GbZqyQ
— Vishnukant (@vishnukant_7) May 21, 2022
মধ্যপ্রদেশ পুলিশ জানিয়েছে, গতকাল রামপুরায় রাস্তা থেকে উদ্ধার হয় ওই ব্যক্তির মৃতদেহ। অভিযুক্ত দীনেশ কুশওয়াহার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার জানান, "ভারতীয় দণ্ডবিধির ধারা ৩০৪ (অবহেলায় মৃত্যু ঘটানো) এবং ৩০২ ধারার, (খুনের শাস্তি) অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে এবং আমরা বিষয়টি তদন্ত করছি," দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, জানিয়েছেন মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী।