Manipur Violence: 'রাজ্যপালের কাছে আমাদের দাবি রয়েছে', ইম্ফলে পৌঁছতেই বার্তা অধীরের
Adhir in Manipur: মণিপুর পৌঁছতেই কী বললেন অধীর ?
মণিপুর: মণিপুরে পরিস্থিতি (Manipur Violence) সরেজমিনে খতিয়ে দেখতে আজই রওনা দেয় বিরোধী জোট 'ইন্ডিয়া'র প্রতিনিধি দল। এদিন ইম্ফলে পৌঁছে এদিন অধীর চৌধুরী বলেন, 'রাজ্যপালের কাছে আমাদের বেশ কিছু দাবি রয়েছে। আমরা একটি সমীক্ষা চালাতে চাই। এবং কোনও কল নেওয়ার আগে নিজেদের মধ্যে আলোচনা করতে চাই।'
প্রতিনিধি দলকে স্বাগত জানিয়েছেন মণিপুরের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন, 'তাঁদের ত্রাণ শিবির পরিদর্শন করা উচিত। এবং প্রায় ৩ মাস ধরে যারা ঘরের বাইরে থাকা বাসিন্দাদের সঙ্গে দেখা করা উচিত। তাঁদের উচিত পরিস্থিতি সম্পর্কে অবহিত করা উচিত। যাতে যত তাড়াতাড়ি স্বাভাবিকতা পুনরুদ্ধার করা হয়। মণিপুরের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে আমরা সদস্যদের সঙ্গে আলোচনা করব।'
প্রসঙ্গত, মণিপুরে হিংসা অব্যহত। চলতি সপ্তাহেই ফের এলোপাথারি গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। একাধিক বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে বলে খবর। আতঙ্কে গ্রাম ছাড়তে শুরু করেন স্থানীয়রা। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, অগ্নিসংযোগের ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছিল নিরাপত্তাবাহিনীর সদস্যরা। হামলাকারীদের সরাতে গিয়েই দুই পক্ষের মধ্যে গুলিবর্ষণ চলে বলে জানা গিয়েছে। এমনকি কাংপোকপি জেলায়, নিরাপত্তারক্ষী বাহিনীর দুটি বাসে আগুনও ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
মূলত গত তিন মাস ধরে হিংসার আগুন জ্বলছে মণিপুরে। অগ্নিসংযোগ, লুঠ এবং নারী নির্যাতনের মতো ঘটনা ক্রমশ বেড়েই চলেছে। গোটা হিংসাকাণ্ডে এখনও অবধি, ১৬০ জনের বেশি মানুষের মৃত্যু ঘটেছে। গুলিবিদ্ধ হয়ে আহত হওয়ার নির্মম ঘটনা অলিতে গলিতে। তবে গত ৪ মে যাবতীয় নৃশংসতার সীমা পেরিয়ে গিয়েছে। দুই মহিলাকে গণধর্ষণের পর বিবস্ত্র অবস্থায় রাস্তায় হাঁটানোর অভিযোগ উঠেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় সেই দৃশ্য ভাইরালও হয়ে যায়।
এই ঘটনায় একনাবালক -সহ সাতজনের বিরুদ্ধে উঠে এসেছে এই বিস্ফোরক অভিযোগ।এদিকে প্রাথমিকভাবে, কার্যত নীরব ছিল পুলিশ এবং এমনকি কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। গত ১৯ জুলাই ২৬ সেকেন্ডের একটি ভিডিও ভাইরাল হতে ক্ষোভে ফেঁটে পড়ে মণিপুর-সহ গোটা দেশ। তবে এই ঘটনার পর অভিযুক্তদের গ্রেফতার করা শুরু করে পুলিশ। এবং ওই ভিডিওটি যে ব্যাক্তি শ্যুট করেছেন, তাঁকেও গ্রেফতার করেছে পুলিশ।
স্বাভাবিকভাবেই মণিপুরের এই ঘটনার আঁচ ছড়িয়েছে গোটা দেশে। সংসদের বাদল অধিবেশন উত্তাল হয়ে উঠেছে।এহেন পরিস্থিতিতে বিরোধীদের প্রশ্ন, এখনও মণিপুর নিয়ে সংসদে কেন নীরব মোদি? প্রধানমন্ত্রীর বিবৃতির দাবি তুলেছেন বিরোধীরা। শুক্রবার, মণিপুরকাণ্ডের প্রতিবাদে কলকাতায় মিছিল করেছে মহিলা তৃণমূল কংগ্রেসও (TMC)।