এক্সপ্লোর
Advertisement
৪ নয়, ৩ তারিখ বিজেপির মিছিলে মণীশ খুনের ছক ছিল আততায়ীদের, দাবি পুলিশের
মণীশকে খুনের জন্য সুবোধই নাসিরের সঙ্গে যোগাযোগ করে।
ব্যারাকপুর: ৪ তারিখ নয়, তার আগের দিন বিজেপির মিছিলেই মণীশ শুক্লাকে মারার পরিকল্পনা ছিল আততায়ীদের। বিজেপি নেতার খুনের ঘটনায় সামনে এল এই তথ্য। পুলিশ সূত্রে খবর, ৩ অক্টোবর, টিটাগড়ে মণীশের সঙ্গে কৃষি আইনের সমর্থনে বিজেপির মিছিলে মিশে গিয়েছিল আততায়ীরাও। ভিড়ের মধ্যে ওইদিনই খুনের ছক ছিল।
কিন্তু পুলিশি নিরাপত্তার কড়াকড়িতে পরিকল্পনা বানচাল হয়। সেই সময় মণীশের গতিবিধি ভালো করে নজর করে আততায়ীরা। খুনীদের সন্ধান পেতে ওই মিছিলের ভিডিও ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি, পুলিশ সূত্রে খবর, মণীশ খুনে অন্যতম অভিযুক্ত সুবোধ যাদবের সঙ্গে বছরতিনেক আগে জেলে পরিচয় হয় শার্প শ্যুটার নাসির খানের। মণীশকে খুনের জন্য সুবোধই নাসিরের সঙ্গে যোগাযোগ করে। এরপর আততায়ীদের সঙ্গে ফোনে কথা বলে তাদের থাকার ব্যবস্থা করে সুবোধ। তার মাধ্যমে তিনটি সেকেন্ড হ্যান্ড মোটরবাইক কেনে আততায়ীরা। সেই বাইক নিয়ে হামলা চালায় তারা।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খবর
জেলার
জেলার
জেলার
Advertisement