Mann Ki Baat Today: ভয় পাবেন না, কিন্তু ভ্যাকসিন না নিলে বিপদ ; সতর্কবার্তা প্রধানমন্ত্রীর
ভ্যাকসিন না নিলে শুধু নিজেকেই বিপদে ফেলছেন এমনটা নয়, আপনার সাথে সাথে বিপদে থাকবেন আপনার পরিবার এবং পুরো গ্রাম। "মন কি বাত"-এ বললেন প্রধানমন্ত্রী।
নয়া দিল্লি : করোনা মোকাবিলায় ভ্যাকসিন অন্যতম প্রধান হাতিয়ার। "মন কি বাত"-এর অনুষ্ঠানেও সেই কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে বলেন, ভয় পাবেন না। কারও কারও জ্বর আসতে পারে। কিন্তু, সেটা খুব মৃদু এবং কয়েক ঘণ্টার জন্য স্থায়ী হতে পারে। কিন্তু, ভ্যাকসিন এড়িয়ে যাওয়াটা বিপজ্জনক হয়ে উঠতে পারে। ভ্যাকসিন না নিলে শুধু নিজেকেই বিপদে ফেলছেন এমনটা নয়, আপনার সাথে সাথে বিপদে থাকবেন আপনার পরিবার এবং পুরো গ্রাম।
আজ "মন কি বাত"-এ মধ্যপ্রদেশের বেতুল জেলার দুলারিয়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তাঁদের ভ্যাকসিন নেওয়ার জন্য উৎসাহিত করেন। বলেন, গ্রামবাসীকে বলছি, ভ্যাকসিনের আতঙ্ক থেকে বেরিয়ে আসুন। ভারতে এখন অনেক গ্রাম রয়েছে যেখানে ১০০ শতাংশ টিকাকরণ হয়ে গেছে।
তিনি বলেন, কেউ কেউ গুজব ছড়াতে পারে। কিন্তু, আমাদের দেশবাসীর জীবন রক্ষা করতে হবে। এই বিভ্রমে থাকবেন না যে করোনা চলে গেছে। এটা এমন এক ধরনের রোগ যে নিজের আকার পাল্টাতে থাকে। আমাদের বিজ্ঞানীদের উপর আস্থা রাখতে হবে।
বিজ্ঞানীদের প্রশংসা করে তিনি বলেন, আপনারা কি জানেন ভ্যাকসিন তৈরি করতে বিজ্ঞানীরা কী কঠোর পরিশ্রম করেছেন। বিখ্যাত বিজ্ঞানীরা ঘণ্টার পর ঘণ্টা ধরে কাজ করেছেন। তাই আমাদের বিজ্ঞান ও বিজ্ঞানীদের উপর আস্থা রাখতে হবে। যাঁরা গুজব ছড়াচ্ছেন তাঁদের বুঝিয়ে দিতে হবে, অনেকেই ভ্যাকসিন নিয়েছেন। কিছু ক্ষতি হয়নি।
এদিকে জানুয়ারিতে দেশজুড়ে টিকাকরণ কর্মসূচি শুরু হওয়ার পর এপর্যন্ত ৩২,১৭ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়া গেছে। টিকাকরণের হার নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। একটি রিভিউ মিটিংয়ের পর গতকাল একথা জানানো হয় তাঁর অফিস থেকে।
প্রসঙ্গত, গত ২৪ ঘণ্টায় দেশে সামান্য বেড়েছে দৈনিক সংক্রমণ। একদিনে করোনায় আক্রান্ত হয়েছেন ৫০ হাজার ৪০ জন। গতকালের থেকে ২.৭ শতাংশ বেশি। গতকাল এই সংখ্যাটা ছিল ৪৮ হাজার ৬৯৮ জন। অন্যদিকে মৃত্যু হয়েছে ১ হাজার ২৪৮ জনের।