এক্সপ্লোর
Advertisement
সিএএ: শাহের চ্য়ালেঞ্জ গ্রহণ মায়াবতী, অখিলেশের, এই তো আমি, আমার সঙ্গে বিতর্ক করুন, বললেন ওয়েইসি
মায়াবতী ট্যুইটে কটাক্ষ করেছেন, গোটা দেশে বিতর্কিত সিএএ, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে প্রতিবাদ, বিক্ষোভে বিচলিত কেন্দ্রের সরকার বিরোধীদের এ নিয়ে বিতর্কে নামার চ্যালেঞ্জ করেছিল। বসপা যে কোনও জায়গায়, মঞ্চে বিতর্কে বসতে তৈরি।
নয়াদিল্লি: অমিত শাহের চ্য়ালেঞ্জ স্বীকার করলেন মায়াবতী। বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব (সিএএ) আইন নিয়ে গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লখনউয়ের সভায় জানিয়ে দেন, সরকার কোনওমতেই এই ইস্যুতে পিছু হটবে না, আইনটি প্রত্যাহারের সম্ভাবনা নেই। তিনি বলেন, কংগ্রেস নেতা রাহুল গাঁধী, সমাজবাদী পার্টি প্রধান অখিলেশ সিংহ যাদব, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, মায়াবতী কোনও প্রকাশ্য মঞ্চে আলোচনায় বসুন, বিতর্কে নামুন। পাল্টা মায়াবতী ট্যুইটে কটাক্ষ করেন, গোটা দেশে বিতর্কিত সিএএ, এনআরসি ও এনপিআরের বিরুদ্ধে বিশেষত যুবসমাজ ও মহিলাদের প্রতিবাদ, বিক্ষোভে বিচলিত কেন্দ্রের সরকার বিরোধীদের এ নিয়ে বিতর্কে নামার চ্যালেঞ্জ করেছে। বসপা যে কোনও জায়গায়, মঞ্চে বিতর্কে বসতে তৈরি।
শাহ যাঁদের চ্যালেঞ্জ করেছেন, প্রথম মায়াবতীই তাঁদের মধ্য়ে সাড়া দিলেন।
অখিলেশও বলেছেন, বিতর্ক চাইলে, কোথায় হবে, জায়গাটা চূড়ান্ত করুন। আপনার পছন্দের চ্য়ানেল, অ্য়াঙ্কর বাছাই করুন। আমরা উন্নয়ন ইস্য়ুতে বিতর্কের জন্য় প্রস্তুত। বিজেপি ধর্মীয় মাপকাঠিতে বৈষম্য় করছে বলে অভিযোগ তুলে তিনি বলেন, যারা দেশটার আত্মা বোঝেন, তারা সংশোধিত নাগরিকত্ব আইনের বিরোধী। নয়া নাগরিকত্ব আইনের সঙ্গে দেশের নাগরিকদের কোনও সম্পর্ক নেই বলে সওয়াল করে শাহ বিরোধীরা এ নিয়ে মিথ্যা ছড়াচ্ছে বলে অভিযোগ করেন গতকাল। বলেন, সিএএ-তে কারও নাগরিকত্ব কেড়ে নেওযার সংস্থান নেই। অহেতুক কংগ্রেস, সপা, বসপা,তৃণমূল এর বিরুদ্ধে আতঙ্ক ছড়াচ্ছে। এদিকে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়েইসি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে, আর কেউ নয়, শুধু তাঁর সঙ্গেই বিতর্কে নামার ডাক দিয়েছেন। শাহের গতকালের বক্তব্য প্রসঙ্গে আজ তিনি বলেন, আমি আছি এখানে। আমার সঙ্গে বিতর্ক করুন। কেন এইসব লোকের সঙ্গে করবেন! ওয়েইসি বলেন, দাড়িওয়ালার সঙ্গে বিতর্ক করুন। আমরা সিএএ, এনপিআর, এনআরসি নিয়ে কথা বলব, বিতর্ক করব। এদিকে এনপিআর নিয়ে সমালোচনার মুখে কেন্দ্র জানিয়েছে, দেশের সব রাজ্যকে জানিয়ে দেওয়া হবে যে, এনপিআরে যেসব তথ্য চাওয়া হবে,সেগুলি ঐচ্ছিক। কেউ চাইলে না-ও দিতে পারেন।आति-विवादित CAA/NRC/NPR के खिलाफ पूरे देश में खासकर युवा व महिलाओं के संगठित होकर संघर्ष व आन्दोलित हो जाने से परेशान केन्द्र सरकार द्वारा लखनऊ की रैली में विपक्ष को इस मुद्दे पर बहस करने की चुनौती को BSP किसी भी मंच पर व कहीं भी स्वीकार करने को तैयार है।
— Mayawati (@Mayawati) January 22, 2020
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
Advertisement