এক্সপ্লোর
বিদেশে ২৭৬ জন ভারতীয় করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছেন, সংসদে জানাল কেন্দ্র
ইরান থেকে দফায় দফায় প্রচুর ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে সরকার। সোমবারও দেশে ফিরেছেন ৫৩ জন ভারতীয়। মোট ৩৮৯ জন ফিরেছেন ইরান থেকে।
নয়াদিল্লি: করোনাভাইরাস সংক্রমণে চিনের পর সবচেয়ে বেশি মানুষ মরেছে ইতালিতে। ইরানেও ভয়াবহ ছবি। শয়ে শয়ে মৃত্যু হয়েছে। সেখানে এখনও বহু ভারতীয় আটকে রয়েছেন। রবিবার সকালে ২৩৪ জন ভারতীয়কে ফেরানো হয়েছে মধ্যপ্রাচ্যের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশটি থেকে। এঁদের ১৩১ জন পড়ুয়া, বাকিরা তীর্থযাত্রী। দিল্লিতে নামার পর তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে জয়সলমীরের সেনাবাহিনীর তৈরি কেন্দ্রে। বুধবার কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের তরফে সংসদে ইরানে ২৫৫ জন ভারতীয় করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ ধরা পড়েছেন বলে জানানো হল। ইরান বাদে ১২ জন ভারতীয় পজিটিভ হয়েছেন সংযুক্ত আমিরশাহিতে, ৫জন ইতালিতে, শ্রীলঙ্কা, রোয়ান্ডা, কুয়েত ও হংকঙে ১ জন করে। লিখিত উত্তরে এই তথ্য দিয়েছেন কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলিধরন। সব মিলিয়ে সংখ্যাটা ২৭৬।
ভারত চিনকে ১ লক্ষ মাস্ক, এক লক্ষ সার্জিকাল মাস্ক, ৫ লক্ষ জোড়া সার্জিকাল গ্লাভস, ৭৫টি ইউফিউশন পাম্প, ৩০টি ইনটারনাল ফিডিং পাম্প, ২১টি ডেফিব্রিলেটর, ৪০০০ এন-৯৫ মাস্ক সহ মেডিকেল সরঞ্জাম দিয়ে সহযোগিতা করেছে বলে জানান তিনি। বন্ধুত্বের সাক্ষর হিসাবে এই সহায়তা পাঠানো হয়েছে। ভারতীয় বায়ুসেনার সি-১৭ স্পেশাল ফ্লাইট এগুলি চিনের উহানে নিয়ে গিয়েছে।
ইরান থেকে দফায় দফায় প্রচুর ভারতীয়কে দেশে ফিরিয়ে এনেছে সরকার। সোমবারও দেশে ফিরেছেন ৫৩ জন ভারতীয়। মোট ৩৮৯ জন ফিরেছেন ইরান থেকে।
এ ব্যাপারে সহযোগিতার জন্য় ইরানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
অফবিট
ব্যবসা-বাণিজ্যের
জেলার
খবর
Advertisement