Sonam Raghuvanshi Arrested : 'ওর কাছাকাছি আসতে ভাল লাগে না' মধুচন্দ্রিমায় গিয়ে প্রেমিককে মেসেজ সোনমের?
রাজার সঙ্গে বিয়ে হলেও কাছাকাছি আসা তার পছন্দ ছিল না। সে-কথা সোনম মেসেজ করে জানায়ও রাজাকে। খবর সূত্রের।

মেঘালয় হত্যাকাণ্ডে ধীরে ধীরে রহস্যের জট খুলছে। ধৃতদের জেরা করে একাধিক তথ্য জানতে পেরেছে পুলিশ। প্রকাশ্যে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। ঠান্ডা মাথায় স্বামীকে খুনের পরিকল্পনা করে সোনম। পথের কাঁটা সরার পরেই প্রেমিককে বিয়ের সিদ্ধান্তও নেয় সে। পুলিশ সূত্রে খবর, প্রেমিক ও তার বন্ধুদের সঙ্গে মিলে ইনদৌরের পরিবহন ব্যবসায়ী রাজা রঘুবংশীকে
হত্যা করেন তাঁর স্ত্রী। কিন্তু বিয়ের পর মধুচন্দ্রিমায় একসঙ্গে এতদিন কাটানোর সময় কেমন ছিল সোনম , রাজার সম্পর্ক? এই নিয়ে ইন্ডিয়া টুডে-র ওয়েবসাইটে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। তাতে দাবি, রাজার সঙ্গে বিয়ে হলেও কাছাকাছি আসা তার পছন্দ ছিল না। সে-কথা সোনম মেসেজ করে জানায়ও রাজাকে।
স্বামীর সঙ্গে ঘনিষ্ঠতা পছন্দ ছিলনা?
ইন্ডিয়া টু ডে সূত্রে খবর , মেঘালয়ে মধুচন্দ্রিমায় যাওয়ার আগে বিয়ের তিন দিন পর তার প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে হত্যার পরিকল্পনা করে। তাদের সূত্রের খবর অনুযায়ী, প্রেমিক রাজ কুশওয়ারক সোনম মেসেজ করে জানিয়েছিল, তিনি স্বামীর সঙ্গে ঘনিষ্ঠ হতে চান না। বিয়ের আগে থেকেই সে রাজার সঙ্গে দূরত্বই বজায় রেখেছে। স্বামীর হত্যার পর কয়েকদিন ধরে পলাতক ছিল সোনম। অবশেষে সোমবার উত্তর প্রদেশের গাজিপুর থেকে ফোন করে সোনম। ততক্ষণে পুলিশের কাছেও ঘটনাটা অনেকটাই স্পষ্ট।
স্বামীকে মারার পর কী করেছিল সোনম?
পুলিশ সূত্রে খবর, স্বামীকে খুন করে লুঠের গল্প সাজানোর ছক কষে সে। জেরায় জানা গেছে, সোনম প্রেমিককে বলে, স্বামীর মৃত্যুর পরে তাদের বিয়েতে বাধা থাকবে না। বিধবা মেয়ের সঙ্গে রাজের বিয়েতে বাধা দেবেন না বাবা। রাজাকে হত্যায় ব্যবহৃত কুঠার অনলাইনে অর্ডার করা হয়েছিল। খুনের আগে সোনমের হোমস্টে থেকে ১ কিলোমিটার দূরের একটি হোটেলে থাকছিল বাকি অভিযুক্তরা। তাদের লাগাতার লোকেশন পাঠাচ্ছিল সোনম। খুনের আগে চিৎকার করে স্বামীকে মেরে ফেলার নির্দেশ দেয় স্ত্রী। তারপরেই ঘটে নির্মম হত্যাকাণ্ড।
কেন গাজিপুর থেকে ফোন করেছিল সোনম?
ঘটনার পর বারাণসী হয়ে গাজিপুরে পালায় সোনমরা। পুলিশকে এড়াতে নিজেদের মোবাইল ফোন ভেঙে দেয় সব অভিযুক্তরা। CDR এবং কল ট্রেসিংয়ের মাধ্যমে ইনদোরে সোনমের প্রেমিকের খোঁজ পায় পুলিশ। সেখান থেকে তাকে গ্রেফাতর করা হয়। প্রেমিকের গ্রেফতার হওয়ার খবর মেলার পরে আত্মসমর্পণ করে সোনম।






















