এক্সপ্লোর
দাবানলে দানব দূষণ, বিশ্বে 'সবচেয়ে খারাপ' মেলবোর্নের বাতাস
হৃৎপিণ্ড বা ফুসফুসের অসুখে ভুগছেন যাঁরা, তাঁদের জন্য মারাত্মক হতে পারে এই ধোঁয়া। সূত্রের খবর, স্বাস্থ্যের কথা ভেবেই বিভিন্ন জায়গায় বন্ধ রাখা হয়েছে সুইমিং পুল ও ঘোড় দৌড়। সাময়িক বন্ধ রাখা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ালিফায়িং ম্যাচগুলি। খেলোয়াড়রাও বন্ধ রেখেছেন অনুশীলন।
![দাবানলে দানব দূষণ, বিশ্বে 'সবচেয়ে খারাপ' মেলবোর্নের বাতাস Melbourne chokes In hazardous air quality দাবানলে দানব দূষণ, বিশ্বে 'সবচেয়ে খারাপ' মেলবোর্নের বাতাস](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/01/09132130/australia.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মেনবোর্ন: পুড়ে গিয়েছে প্রায় ১০ মিলিয়ন হেক্টর বনভূমি। দাউদাউ জ্বলেছে অরণ্য। বিপন্ন বন্যপ্রাণ। মৃত্যু হয়েছে ২৮ জনের। দাবানলে ভয়াবহ আকার নিয়েছে মেলবোর্নের বায়ুদূষণের মাত্রা। সারা পৃথিবীতে সবথেকে খারাপ অবস্থা এই শহরের জলহাওয়ার। পরিস্থিতি এতটাই গুরুতর, শহরবাসীকে ঘর থেকেই বেরোতে নিষেধ করছে আবহাওয়া দফতর।
অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, আগামী কয়েকদিন ভারী বৃষ্টির পূর্বাভাস আছে। এখনও প্রায় ১৬টি জায়গায় আগুন জ্বলছে। পুড়ে খাক বিস্তীর্ণ অঞ্চল। প্রবল বৃষ্টিতে নিভতে পারে সেইসব এলাকার আগুনও।
ভিক্টোরিয়া প্রদেশের ভয়ঙ্কর আগুনের ধোঁয়া ঘিরে আছে মেলবোর্নকে। তাই কয়েকদিনে বেশ কিছুটা বেড়েছে মেলবোর্নের বায়ুদূষণের মাত্রা।
ভিক্টোরিয়া প্রদেশের মুখ্য স্বাস্থ্য আধিকারিক ব্রেট সাটন জানিয়েছেন, রাতারাতি মেলবোর্নের বাতাসের অবস্থা সারা পৃথিবীর নিরিখে সবথেকে খারাপ অবস্থায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে বৃদ্ধ, ১৫ বছরের কম বয়সী ও সন্তানসম্ভবাদের ধোঁয়া এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছে স্বাস্থ্য দফতর।
বিশেষত হৃৎপিণ্ড বা ফুসফুসের অসুখে ভুগছেন যাঁরা, তাঁদের জন্য মারাত্মক হতে পারে এই ধোঁয়া।
সূত্রের খবর, স্বাস্থ্যের কথা ভেবেই বিভিন্ন জায়গায় বন্ধ রাখা হয়েছে সুইমিং পুল ও ঘোড় দৌড়। সাময়িক বন্ধ রাখা হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ালিফায়িং ম্যাচগুলি। খেলোয়াড়রাও বন্ধ রেখেছেন অনুশীলন।
খবর (News) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
বিজ্ঞান
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)